জম্মু কাশ্মীরের সাংসদ ইঞ্জিনিয়ার রাশিদের প্যারলে মুক্তির মামলায় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা এনআইএ’র মতামত চাইল দিল্লি হাইকোর্ট। নাশকতামূলক ষড়যন্ত্র মামলায় ইউএপিএ আইনে দায়ের অভিযোগে তিহারে বন্দি আছে বারামুল্লার সাংসদ রশিদ। সংসদে চলছে বাজেট অধিবেশন, এই অধিবেশনে যোগদানের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় এনআইএ’র মতামত চাইলো আদালত।
হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে ১৭ মার্চের মধ্যে এই সংক্রান্ত বিষয় মতামত জানানোর জন্য। আগামী ১৮ মার্চ মামলার শুনানি।
২০২৪ এর লোকসভা নির্বাচনে রাশিদ ওমর আবদুল্লাকে হারিয়ে তিনি জয়ী হন। শেখ আবদুল রাশিদ পরিচিত ইঞ্জিনয়ার রশিদ নামে।
Engineer Rashid
কাশ্মীরের সাংসদ রশিদের প্যারলের আবেদনে এনআইএ’র রিপোর্ট চাইলো আদালত

×
Comments :0