Delivery boy beaten to death

ডেলিভারি বয় পিটিয়ে খুন, অভিযোগের আঙ্গুল তাঁর বন্ধুদের দিকে

কলকাতা

ছবি প্রতিকী|

কলকাতায় ফের ঘটলো পিটিয়ে খুনের ঘটনা। বর্ষবরণের রাতে সল্টলেকের মহিষবাথানে উদয়ন পল্লির বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির তাঁর বন্ধুদের দিকে। নিহত যুবকের নাম সুব্রত মাঝি। পেশায় ডেলিভারি বয় হিসাবে কাজ করতেন ওই যুবক। 
নিহত যুবকের পরিবার তরফে জানা গেছে, ৩১ ডিসেম্বর রাত ১০টা নাগাদ সুব্রতকে এক বন্ধু ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।  গভীর রাতে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরের দিন অর্থাৎ বুধবার যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সেই দিন দুপুরেই বিধাননগর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত যুবকের দেহ ময়নাতদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। কিসের জন্য পিটিয়ে খুন করা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোনও শত্রুতা থেকেই এই খুন করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁর বন্ধুদের। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment