Aidwa

মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মহিলা সমিতির

জেলা

Aidwa


পরিবারের হেঁশেল আমাদের মহিলাদের ঠেলতে হয়। আগুন নিয়ে রান্না করে  সকলের মুখের গ্রাস আমাদের বানাতে হয়। সেই হেঁশেলে রান্নার আয়োজন করার আগেই মোদী আগুন জ্বালিয়ে দিচ্ছে গ্যাসের দাম বাড়িয়ে। মোদী প্রথম যখন প্রধানমন্ত্রীর কুর্শীতে বসেন তখন গ্যাসের দাম ছিল চারশ টাকা আর এখন সেই গ্যাসের দাম বারশ টাকার কাছাকাছি। এই সরকার যতদিন গদিতে থাকবে ততদিন গরিব মানুষের সর্বনাশ  ঘটবে। আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি মোদীর নীতিকে অনুসরণ করে চলছেন বলে গ্যাসের দাম অনান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির বিষয়ে মুখে কুলুপ। 

মহিলাদের হাতে লক্ষীর ভান্ডার নামে হাতে কিছু গুজে দিয়ে মহিলাদের চুপ রাখতে চাইছেন। এই অভিযোগ নিয়ে বিরাট  মিছিল করে রাজপথে ভাতের হাঁড়ি উনুনে চাপিয়ে বিক্ষোভ দেখালেন সারা ভারত  গনতান্ত্রিক মহিলা সমিতির ধূপগুড়ি এরিয়া কমিটি। এদিন বিকালে মহিলাদের বিরাট মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে চৌপথির ট্রাফিক পয়েন্টের সামনে  এসে রাস্তায় ইট পেতে উনুন বানিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে বিক্ষোভ দেখিয়ে বক্তব্য রাখেন মহিলা সমিতির এরিয়া কমিটির সম্পাদিকা প্রাক্তন বিধায়ক মমতা রায়, সীমা সিকদার প্রমুখ। মহিলা নেত্রীরা আরও বলেন একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে সেই সাথে এ রাজ্যের  মহিলাদের উপর নির্যাতন বাড়ছে। বেকার ছেলে মেয়েদের  ভবিষ্যৎ শেষ করে চাকরি বিক্রি চুরির ভয়াবহ ঘটনা উন্মোচিত হচ্ছে। কেন্দ্র রাজ্য দুই ক্ষেত্রে দুই ক্ষতিকারক দলকে জন বিচ্ছিন্ন করার জন্য মহিলা সমিতি আরও বেশি করে আন্দোলনের পথেই থাকবে।


 

Comments :0

Login to leave a comment