Donald Trump

৯০ দিনের জন্য শুল্ক নীতি স্থগিত ট্রাম্পের

আন্তর্জাতিক

পিছু হঠলেন মার্কিন রাষ্ট্রপতি। আমেরিকার নতুন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। চিন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। চীনের ধাক্কায় বাকি বিশ্বকে স্বস্তি দিয়ে আমেরিকার নয়া শুল্ক নীতি ৯০ দিন স্থগিত রাখার কথা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বুধবরাই মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশ শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিল চীন। এরপরই মত বদলাতে বাধ্য হন ট্রাম্প। ভারতীয় সময় অনুযায়ী এদিন বেশ রাতের দিকে চীন ছাড়া বাকি সব দেশের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি। এদিন তিনি চীনের পণ্যের ওপর আরও এক দফায় শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার কথা ঘোষণা করেছেন। মঙ্গলবারই চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করার কথা ঘোষণা করেছিলেন। এরপরই পালটা পদক্ষেপ নিয়ে মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশ শুল্ক বসানোর কথা এদিনই ঘোষণা করেছিল বেজিঙ। 

মার্কিন রাষ্ট্রপতির শুল্কনীতিতে মার্কিন শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। টালমাটাল অবস্থা ওয়াল স্ট্রিটের।

আমেরিকার বাজারে পণ্যের দামও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অনেক মার্কিন নাগরিক আগেভাগেই অনেক জিনিসপত্র কিনে রাখছেন। এই পরিস্থিতিতে চিন ছাড়া বাকি সব দেশের উপর নয়া নয়া শুল্কনীতি স্থগিত রাখলেন ট্রাম্প।

অভিজ্ঞ মহল মনে করেছে, চীনের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত মার্কিন অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়তে পারে। এই আশঙ্কা থেকেই চীন ছাড়া বাকি দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আগের অবস্থায় বজায় রাখতেই শুল্ক নীতি স্থগিত রাখতে বাধ্য হলেন ট্রাম্প বলে মনে করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment