ফের প্রকাশ্যে রাস্তার উপর দাপিয়ে বেরাল হাতি। বন্ধ হয়ে গেল গ্রামীণ রাস্তা। ছড়িয়ে পড়ল আতঙ্ক। মঙ্গলবার সকালে এরকম একটি ঘটনা ঘটে গঙ্গাজলঘাটি থানার কাল্লারপুর জঙ্গল রাস্তায়। এদিন সাত সকালেই তিনটি দাঁতাল রাস্তা জুড়ে দাপিয়ে বেরাল। ফলে ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে গঙ্গাজলঘাটির অন্যতম বড় গ্রাম বাঁকদহ যাতাযাত কার্যত ঘন্টাখানেক বন্ধ থাকল।
ঘটনা হল বাঁকুড়া জেলার বিভিন্ন জঙ্গলে এখন মোট ৬৮টি হাতি রয়েছে। এর মধ্যে গঙ্গাজলঘাটি রেঞ্জের দেউলি জঙ্গলে ৩ ও সারাংপুর জঙ্গলে ২টি দাঁতাল রয়েছে। প্রায়ই তারা গ্রামের মধ্যে ঢুকে ধান পালুই, মড়াই ও বাড়ি ভেঙ্গে ধান খেয়ে চলে যাচ্ছে। মশলা ও রেশন দোকানও ভাঙচুর করছে। একটা ত্রাস রয়েই গেছে। এর মাঝেই মঙ্গলবার সকালে তিনটি দাঁতাল একেবারে কাল্লারপুর এলাকায় এসে হাজির হয়। খালি ঘোরাফেরা নয়, তার সঙ্গে ছিল স্বভাবসিদ্ধ চিৎকার। ফলে মানুষের মনে নতুন করে আতঙ্ক তৈরি হয়। পুরো রাস্তাজুড়ে চলাফেরা করায় মানুষজন ওই রাস্তা ব্যবহারই করতে পারেননি। সমস্যায় পড়েন সারঙ্গপুর, রাধাকৃষ্ণপুর, ধতল, হেলাশোল, হদলবনি সহ একাধিক এলাকার মানুষজন। বেশ কিছুক্ষন এইভাবে থাকার পর হাতিগুলি জঙ্গলের ভেতর ঢুকে গেলে মানুষজন রাস্তা চলাচল করেন। কিন্তু আতঙ্ক রয়েই গেছে। কারণ কখন কোথায় ফের হাতির উদয় হবে কেউ’ই জানেননা। বনদপ্তরের কারুর দেখা মেলেনি।
Comments :0