Garchumuk Mini Zoo

খুলে গেল গড়চুমুক মিনি চিড়িয়াখানা

রাজ্য

গড়চুমুক মিনি চিড়িয়াখানার উদ্বোধন। বড় দিনের আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হল গড়চুমুক মিনি চিড়িয়াখানা। বৃহস্পতিবার বিকেলে গড়চুমুকের মিনি জু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রিন্সিপাল অফ চিফ কনজারভেটার অফ ফরেস্ট দেবল রায় বলেন, আমাদের আশা খুব শীঘ্র গড়চুমুকের এই মিনি জুকে মিডিয়াম জুতে উন্নতি করার অনুমোদন পেয়ে যাবো। ৯.১ হেক্টর জায়গা নিয়ে তৈরী হওয়া এই মিনি জু বিভিন্ন পশু পাখির পাশাপাশি এই জুয়ের অন্যতম বৈশিষ্ট হল এখানে আমাদের রাজ্য প্রাণী বাঘরোলের প্রজনন ক্ষেত্র তৈরী করা হচ্ছে। 
হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র গড়চুমুক। গড়চুমুকের ৫৮ গেটে এখানে অনেক আগে থেকেই বামফ্রন্ট আমল থেকে হরিন প্রকল্প ছিল। হরিন ছাড়াও বহু পশুপাখিকে রাখা হতো এখানে। আমফানের পর থেকে তা প্রায় বন্ধ ছিল। পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল সেখানে। ছিল না কোন কর্মী। এখন থেকে এই মিনি জ়ু-এর দায়িত্বে থাকবেন বন দপ্তর। সেজে উঠেছে গড়চুমুকের ৫৮ গেট, নদীর পাড়, বাগান, চিড়িয়াখানা। গড়চুমুক মিনি চিড়িয়াখানার উদ্বোধন হওয়ার পর আজ থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হল। ব্যবসায়ীরা বেজায় খুশি গড়চুমুক মিনি জ়ু উদ্বোধনে। তাদের বক্তব্য চিড়িয়াখানা হওয়ায় আয় বাড়বে তাদের। 

Comments :0

Login to leave a comment