শুভঙ্কর দাস
আসছে কলকাতা ফুটবল লিগ। সেই লড়াইয়ে নামতে প্রস্তুত জর্জ টেলিগ্রাফ। কোচ গৌতম ঘোষের তত্ত্বাবধানে চলছে জোর অনুশীলন।
প্রসঙ্গত, এবার কলকাতা লিগে দুটি ডিভিশনের মধ্যে সংযুক্তিকরণ ঘটেছে। প্রিমিয়ার-এ এবং প্রিমিয়ার-বি ডিভিশন মিলিয়ে, অনেকগুলি দল এবার লিগের মূলপর্বে খেলবে। ম্যাচের সংখ্যা বাড়ানো, ফুটবলারদের আরও বেশি করে ম্যাচ টাইম দেওয়া এবং বাঙালি ও ভারতীয় ফুটবলারদের মানোন্নয়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত। টুর্নামেন্টকে আরও বেশি প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে থাকছে সুপার সিক্স।
সেই জায়গায় দাঁড়িয়েই এবার কোমর বেঁধে নেমছে জর্জও। বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলা সৌরিশ লোধ চৌধুরী ছাড়াও রয়েছেন ইস্টবেঙ্গল জুনিয়র দলে খেলা ক্ষত্রিয় বক্সী। সেইসঙ্গে, শৌভিক ঘোষাল, শৌভিক বল, লেফট ব্যাক বাপ্পা প্রসাদের মতো ফুটবলাররা কিন্তু এবার নজর কাড়তে পারেন এই দলের হয়ে। অন্যদিকে, মোহনবাগান জুনিয়র দলে খেলা অনির্বাণ দাসও রয়েছেন এবার জর্জ টেলিগ্রাফ দলে।
হেডকোচ গৌতম ঘোষ ছাড়াও, সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সমর দেব। গোলকিপিং কোচ হিসেবে রয়েছেন জগদীশ ঘোষ এবং অর্পণ দে। ফিজিও সুপম রায়চৌধুরী, ফুটবল সেক্রেটারি সব্যসাচী সরকার এবং সুবীর লাহিড়ী।
অন্যদিকে বিদেশিহীন লিগ নিয়ে জর্জ টেলিগ্রাফ ফুটবল দলের কর্তা অধিরাজ দত্ত গণশক্তি ডিজিটালকে জানান, “গোটা ভারতবর্ষ জুড়ে স্ট্রাইকারের একটা বিশাল অভাব দেখা দিয়েছে। বিদেশিহীন লিগ হওয়ার ফলে, আঞ্চলিক ছেলে বা ভারতীয় ফুটবলাররা অনেক বেশি খেলার সুযোগ পাবে। অবশ্যই এটা একটা ভালো দিক। এই সুযোগের যদি সদ্ব্যবহার করতে পারে, তাহলে আগামীদিনে আরও কয়েকটা ভালো ছেলে উঠে আসতে পারে।“
তবে দল নিয়ে ভীষণভাবেই আশাবাদী তিনি। অধিরাজ দত্ত বলছেন, “বিভিন্ন জায়গা থেকে স্কাউট করে নতুন ছেলেদের তৈরি করাই আমাদের ক্লাবের ট্র্যাডিশন। আশা করব সেইরকমই কিছু উদীয়মান ফুটবলার আগামীদিনে এই দল থেকে তারকা হয়ে উঠবে।“
সবমিলিয়ে, লিগের লড়াইতে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ দিতে তৈরি হচ্ছে জর্জ টেলিগ্রাফ।
Comments :0