Kanthi Murder

কাঁথিতে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার এক

জেলা

বাদিকে নিহত আজগর মল্লিক ডানদিকে অভিযুক্ত সৌরভ দাহ।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার গান্ধী রোডে রবিবার মধ্যরাতে কুপিয়ে খুন করা হয় আজগর মল্লিক নামে ২৭ বছরের এক পরিযায়ী শ্রমিককে। নিহত যুবক কাঁথি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাতে একটি ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আজগর মল্লিক ও সৌরভ দাস দুই বন্ধু মিলে নাচানাচি করেছিল। পরে কোনো কারণে ঝামেলা বাঁধে। দুজনেই মদ্যপ অবস্থায় ছিল বলে এমনটা অনুমান পুলিশের।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে ক্লাবের সামনেই অতর্কিতভাবে সৌরভ আজগরকে একটি ভোজালি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। রাত তখন প্রায় দুটো নাগাদ ক্লাবের সামনে আজগরকে পড়ে থাকতে দেখেন স্থানীয় কিছু মানুষ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আজগরের। সৌরভকে মঞ্জুরি গোষ্ঠী ক্লাবের ভেতরে ঢুকিয়ে রেখে তালা লাগিয়ে ক্লাব সদস্যরা চম্মট দেয়। খবর যায় কাঁথি থানায়। কাঁথি থানার পুলিশ এসে সৌরভকে ক্লাবের ভেতর থেকে বার করে খুনের অভিযোগে গ্রেপ্তার করে কাঁথি থানার পুলিশ। 
স্থানীয় বাসিন্দাদের দাবি সৌরভ ও আজগর এরা দুজনে ভালই বন্ধু ছিল। খুন করার পরিকল্পনা ছিল নাকি তাহলে সৌরভের কাছে আগাম ভোজালি এলো কোথা থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। তবে কি কারণে খুন বা এই খুনের পেছনে আর কারা জড়িয়ে আছে পুলিশ তদন্তে নেমেছে।
কাঁথির মহকুমা পুলিশ জানিয়েছে, মনোহরচকের মঞ্জুরি গোষ্ঠী ক্লাবে বাৎসরিক একটি অনুষ্ঠান চলছিল। দুই বন্ধুর নাচানাচি করছিল সেই অনুষ্টানে তারপর বচসা বাধলে একজন ধারালো অস্ত্রের কোপ মারে আরেকজকে। তাতেই আজগর মল্লিকের মৃত্যু হয়েছে। ঘটনা স্থল পুলিশ ঘিরে রেখেছে। এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্লাব সম্পাদক দেবাশীষ আচার্যকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুই বন্ধুর মধ্যে বচসার জেরেই এই ঘটনা। ধৃতকে জেরা করে খুনের আসল কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অভিযুক্তকে আজই আদালতে পেশ করা হবে।

Comments :0

Login to leave a comment