আইসিসি আয়োজিত পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সন্ত্রাসবাদী হুমকিকে গুরুত্ব দিচ্ছে নিউ ইয়র্ক প্রশাসন। এবার এই প্রতিযোগিতা হচ্ছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে।
ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে ৯ জুন। খেলা হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে। প্রশাসন জানাচ্ছে নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। আইজেনহাওয়ার পার্ক স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে আইএসআইএস হুমকি দিয়েছে বলে জানিয়েছে প্রশাসনই। ভারত-পাকিস্তান ম্যাচের নির্দিষ্ট উল্লেখ করে দেওয়া হয় নাশকতার হুমকি।
নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক জে. রাইডার জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন যে ম্যাচ চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘‘৯ জুন নাসাউ কাউন্টিতে সবচেয়ে নিরাপদ জায়গা হবে এই স্টেডিয়াম।’’
নিউইয়র্কের প্রথম মহিলা গভর্নর ক্যাথি হোকুলও পরিস্থিতি মোকাবিলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘এই হুমকির বিশ্বাসযোগ্যতা এখনও নেই। তবে সতর্কতায় কোনও ফাঁক রাখা হচ্ছে না। ’’
ভারত-পাকিস্তান গ্রুপ-এ ম্যাচের টিকিট দ্রুত বিক্রি হয়ে গেছে। ম্যাচটিতে ৩৪,০০০ দর্শক হাজির হবেন বলে আশা করা হচ্ছে।
১ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে। ক্রিকেট বিশ্বের চোখ নিউ ইয়র্কের দিকে রয়েছে।
ICC T-20
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা, আশ্বাস নিউ ইয়র্ক প্রশাসনের
×
Comments :0