আগামী বছরের লোকসভা নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠকে বসতে চলেছে বিরোধী দলগুলির যৌথ মঞ্চ ইন্ডিয়া। রাজধানীর অশোকা হোটেলে এই বৈঠকে আসন ভাগাভাগি, যৌথ প্রচার এবং বিজেপি-কে ভোটে পরাস্ত করার রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হবে বলে বিরোধী দলগুলির সূত্রে জানা গিয়েছে। ইন্ডিয়া মঞ্চের অন্তর্ভুক্ত সব দলের নেতৃবৃন্দই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে যোগ দিতে সোমবারই নয়াদিল্লি পৌঁছে গিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার, ওই রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব, শিব সেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা উদ্ধব থ্যাকারে প্রমুখ। আগে থেকেই রাজধানীতে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
এদিন নয়াদিল্লিতে পৌঁছানোর পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তেজস্বী যাদব জানান, প্রত্যেকেই ইতিবাচক মনোভাব নিয়ে মঙ্গলবারের বৈঠকে যোগ দেবেন। ইতিমধ্যে ইন্ডিয়া-কে শক্তিশালী করতে বেশ কিছু পরিকল্পনা নেওয়াও হয়েছে ঘরোয়া আলোচনায়। সেগুলি এই বৈঠকে চূড়ান্ত হবে। সাংবাদিকরা তাঁকে এই মঞ্চের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ইন্ডিয়া মঞ্চে প্রত্যেকের ভূমিকাই এক। প্রত্যেকের লক্ষ্যও এক— বিজেপি-কে ক্ষমতা থেকে সরানো। এই মঞ্চে আঞ্চলিক দলগুলির গুরুত্ব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আঞ্চলিক দলগুলি অত্যন্ত শক্তিশালী। বাস্তবে আঞ্চলিক দল যেখানে রয়েছে, সেখানে বিজেপি-কে কোথাও দেখা যায় না। অধিকাংশ আঞ্চলিক দল ইন্ডিয়া-র সঙ্গেই রয়েছে। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মমতা ব্যানার্জিও। ইন্ডিয়া মঞ্চের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, লোকসভা নির্বাচনের পরে ঠিক করা হবে। এই সঙ্গেই তৃণমূল নেত্রী বলেন, আসন ভাগাভাগি সহ সমস্ত বিষয়েই ইন্ডিয়া মঞ্চ সহমতে পৌঁছাবে বলে তিনি নিশ্চিত। অন্য এক প্রশ্নের উত্তরে মমতা ব্যানার্জি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল, কংগ্রেস এবং বামদের মধ্যে ত্রিমুখী সমঝোতা হওয়া খুবই সম্ভব বলে তিনি মনে করেন।
Comments :0