INSAF RALLY MALDAH

‘ইনসাফ যাত্রা’-র প্রস্তুতি মালদহে, চলছে দেওয়াল লিখন

জেলা

মালদহে দেওয়াল লিখনে ডিওয়াইএফআই।

‘দাঙ্গাবাজ দুর্নীতিবাজ দূর হটো। শিক্ষা ও কাজের অধিকার বুঝে নাও।’ 
‘ইনসাফ যাত্রা’-র প্রস্তুতিতে মালদহেও এই স্লোগান সামনে রেখে প্রচার চালাচ্ছে ডিয়াইএফআই। 
৩ নভেম্বর কোচবিহার থেকে যাত্রা শুরু হবে। ৭ জানুয়ারি হবে ব্রিগেডে যুব সমাবেশ। মালদহ সহ গোটা রাজ্যে ব্যাপক প্রচার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
মালদহে যাত্রা কর্মসূচি ১১ নভেম্বর। ১০ নভেম্বর মালদহের গাজোলে আসবে পদযাত্রা এবং রাত্রিবাস করবে। ডিওয়াইএফআই’র মালদহ জেলার সভাপতি মোস্তাক আলম ও সম্পাদক অরূপ পোদ্দার জানান যে ১১ নভেম্বর সকাল ৯টায় জাঠা গাজোল থেকে যাত্রা শুরু করবে। এরপর ওল্ড মালদহে বিরতি ও মধ্যাহ্নভোজ সেরে মালদহ শহরের দিকে রওনা দেবে। মালদহ শহরে ঢুকে সুকান্ত মোড়, ফুলবাড়ী, নেতাজী মোড়, পোষ্ট অফিস মোড় হয়ে  বেলা ২টায় রথবাড়িতে পৌঁছাবে। সেখানে হবে সভা। বিকাল ৪টায় কালিয়াচকের বালিয়াডাঙ্গা মোড়ে পৌছাবে। তারপর তা কালিয়াচক কলেজ হয়ে মুর্শিদাবাদ জেলার উদ্দেশ্যে রওনা দেবে। পথে জেলার ১৫টি ব্লক থেকে ব্যাপক সংখ্যক যুব যোগ দেবেন। 
এই কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই ডিওয়াইএফআই জেলা কমিটি কর্মীসভা সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। প্রচার পত্র বিলি, দেওয়াল লিখনের কাজ চলছে।
 

Comments :0

Login to leave a comment