আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। শুক্রবার প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। বিরাট কোহলিকে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন তিনি। হঠাৎ ছন্দপতন। ৩৫ রান করে ডু প্লেসি ফেরার পর পরই ফিরে যান রজত পাতিদার ও গ্লেন ম্যাক্সওয়েল। কেউই খাতা খুলতে পারেননি। ক্যামেরুন গ্রিনকে (১৮) নিয়ে দলের অবস্থা কিছুটা সামাল দেবার চেষ্টা করেন বিরাট। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ২১ রানে ফিরতে হয় প্রাক্তন ভারত অধিনায়ককে। ১২ ওভারে ৭৮ রানে ৫ উইকেট হয়ে যাওয়া আরসিবি-কে টানলেন অনুজ রাওয়াত এবং দীনেশ কার্তিক। তরুণ উইকেট রক্ষক ব্যাটার রাওয়াতকে সঙ্গে নিয়ে বুড়ো হারে ভেল্কি দেখালেন কার্তিক। দু’ই উইকেটরক্ষক মিলে তোলেন ৯৫ রান। কার্তিক ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। তাঁর ব্যাট থেকে এল ৩টি চার ও ২টি ছক্কা। ইনিংসের শেষ বলে এমএস ধোনির বুদ্ধির কাছে হেরে রান আউট হন রাওয়াত। ২৫ বলে ৪৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে বেঙ্গালুরু।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন দুই সিএসকে ওপেনার। দলের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়েকওয়াড় (১৫) ফিরলেও অজিঙ্ক রাহানেকে নিয়ে খেলা চালাতে থাকেন অপর ওপেনার রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের অলরাউন্ডার ফেরেন ১৫ বলে ৩৭ রান করেন। শিবম দুবে ২৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ১৭ বলে ২৫ রান করে নট-আউট থাকেন রবীন্দ্র জাদেজা। তিনি ১টি ছক্কা মারেন। ১৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৮.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে আইপিএল ২০২৪ অভিযান শুরু করে চেন্নাই সুপার কিংস।
Comments :0