Muhammad Habib

প্রয়াত প্রাক্তন ফুটবলার মহম্মদ হাবিব

খেলা

Muhammad Habib

প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার মহম্মদ হাবিব। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টে নাগাদ হায়দরাবাদের বাসভবনে মৃত্যু হয় কিংবদন্তি ফুটবলারের। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
কলকাতা ময়দান তাঁকে ‘বড়ে মিয়াঁ’ নামেই চিনতো।
গত কয়েক বছর ধরে ডিমেনশিয়া এবং পারকিনসন্স রোগে ভুগছিলেন।

১৯৪৯ সালের ১৭ জুলাই অন্ধ্রপ্রদেশে মহম্মদ হাবিবের জন্ম। ১৯৬৫ সাল থেকে টানা ১১ বছর বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে তাঁকে দেখা গিয়েছে মাঠে । এসেছে বহু সাফল্য।
খেলেছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানে।

১৯৭০ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন। খেলার ছাড়ার পর মোহনবাগান ও মহমেডানে কোচিং করিয়েছিলেন তিনি।

১৯৮০ সালে অর্জুন পুরস্কার এবং ২০১৫ সালে ভারত গৌরব পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৬৯ সালে বাংলার হয়ে সন্তোষ ট্রফি জেতেন তিনি। ছিলেন সর্বোচ্চ গোলদাতাও। মোট ১১টি গোল ছিল তাঁর ঝুলিতে। কোচিং জীবনেও একাধিক সাফল্য পেয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ময়দান।

Comments :0

Login to leave a comment