IGOR STIMAC

তিন ফুটবলারের অভাব ভাবাচ্ছে স্টিম্যাককে

খেলা

বিশ্বকাপ কোয়ালিফিয়ার্সের আগে তিন নির্ভরযোগ্য ফুটবলারের বদলি খুঁজছেন ইগর স্টিম্যাক। সামনের সপ্তাহে কুয়েতে দু’টি প্রতিযোগিতার যৌথ যোগ্যতা নির্ধারক ম্যাচ খেলবে ভারত। ২০২৬’র বিশ্বকাপ এবং এএফসি ২০২৭ এশিয়ান কাপের জয়েন্ট কোয়ালিফিকেশন রাউন্ডে খেলতে নামছে। 

স্টিম্যাক সরাসরি বলেছেন, ‘‘আশিক কুরুনিয়ান, আনোয়ার আলি এবং জিকসন সিল আঘাতের কারণে খেলতে পারবেন না। আমাদের প্রথম কাজ তাঁদের বিকল্প খুঁজে বের করা।’’

ভারতীয় ফুটবল দলের কোচ বলছেন, ‘‘মার্চ পর্যন্ত আগামী কয়েকমাস কঠিন লড়াই রয়েছে। এই তিনজন আমাদের সাফল্যের অন্যতম কারণ। গোটা দলে বাড়তি উদ্যম জোগাতো এই তিন।’’ স্টিম্যাক বলেন, ‘‘আশিকরা ফিরে এলে দল ফের শক্তিশালী জায়গায় যাবে। ’’

এশিয়ান ফুটবলে কুয়েত শক্তিশালী দল। ২০০৪ সালে বন্ধুত্বপূর্ণ ম্যাচে একবারই কুয়েতকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। স্টিম্যাক নিজেই বলছেন ভারত শক্ত গ্রুপে রয়েছে। কোনও দুর্বল প্রতিপক্ষ নেই। প্রতিটি ম্যাচের জন্য আলাদা করে তৈরি হতে হবে।

Comments :0

Login to leave a comment