ছেলের সমর্থনে মিছিলে পা মেলালেন বাবা। শুক্রবার বিকেলে কলকাতা পৌরসভার ১০৫ এবং ১০৬ নম্বর ওয়ার্ডে প্রচার করেন যাদবপুর কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য্য। সাফুইপাড়া মোড় থেকে শুরু হয় মিছিল।
মিছিল চলতে চলতে পথে সৃজনের সাথে দেখা হয় তার বাবা অরিন্দম ভট্টাচার্য্যের। পেশায় চিকিৎসক অরিন্দম ভট্টাচার্য্য রাজ্যের চিকিৎসক আন্দোলনের নেতা।
ছেলের সমর্থনে মিছিলে হেঁটে কেমন লাগছে তা জানতে চাওয়া হলে তিনি বলেন, "ছেলের সমর্থনে মিছিলে হাঁটছি এটা আসল কথা না। মিছিলে হাঁটছি বামপন্থী ধর্মনিরপেক্ষ জোটের প্রার্থীর সমর্থনে। দেশ বাঁচানোর লড়াইয়ের সৈনিক হিসেবে আজ এসেছি।"
এদিন প্রচারে বিপুল সমর্থন লক্ষ করা যায়। অল্প বয়স্ক ভোটাররা এগিয়ে আসেন কথা বলেন প্রার্থীর সাথে। স্থানীয় একটি মাঠে ফুটবলও খেলেন সৃজন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সৃজন ভট্টাচার্য্য বলেন, "রুটি রুজির দাবি নিয়ে লড়াই করতে আমরা নেমেছি। মানুষের জীবনে যেই জ্বালা যন্ত্রণা তার থেকে তাদের মুক্তি দেওয়াই আমাদের লক্ষ।"
Jadavpur loksabha
সৃজনের সমর্থনে মিছিল পা মেলালেন তার বাবা
×
Comments :0