Dengue Death

ডেঙ্গু আক্রান্ত হয়ে রেড ভলান্টিয়ারের মৃত্যু জগদ্দলে

রাজ্য

Dengue Death

করোনা অতিমারির সময় জগদ্দলে রেড ভলান্টিয়ার ছিলেন তিনি। আর্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন অক্সিজেন সিলিন্ডার, (oxygen cylinder) ওষুধ। সেই রেড ভলান্টিয়ার, ১৯ বছরের আবির সাহা প্রয়াত হয়েছেন ডেঙ্গুতে (dengue) আক্রান্ত হয়ে।
ভাটপাড়া পৌরসভার জগদ্দলের ১০ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকার বাসিন্দা ছিলেন আবির। তাঁর মৃত্যুতে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গিয়েছে। ডেঙ্গু মোকাবিলায় পৌরসভার উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁরা বলেছন, ডেঙ্গু মোকাবেলায় তৃণমূল পরিচালিত ভাটপাড়া পৌরসভা পুরোপুরি ব্যর্থ। ভাটপাড়া পৌরসভা এলাকায় ডেঙ্গু ভয়াবহ আকার নিয়েছে।


গত ১৮ নভেম্বর প্রবল জ্বর নিয়ে আবির সাহা জগদ্দলের গোলঘর হাসপাতালে ভর্তি হয়। পরিবারের অভিযোগ, দু’দিন ধরে তাঁর ডেঙ্গু পরীক্ষা সঠিকভাবে হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ভর্তি হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে তার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হয়। এরপর তাঁকে কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রোগীর শারীরিক অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। এরপর তাঁকে হাসপাতালের আইসিসিইউ’তে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। শনিবার মারা যাযন তিনি। 

 


আবিরের মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। পরিবারের একমাত্র সন্তান আবির সাহা। পরিজনরা বলছেন, গোলঘর হাসপাতাল সঠিক ব্যবস্থা না নেওয়ায় তরতাজা আবিরের মৃত্যু হয়েছে। বাবা পার্থ সাহা বলেছেন, ‘‘জগদ্দল গোলঘর হাসপাতালে যদি সঠিকভাবে ছেলের চিকিৎসা হতো তাহলে অকালে এভাবে মারা যেত না। 
ডেঙ্গু মোকাবেলায় ভাটপাড়া পৌরসভা উদাসীন। জগদ্দলের গোলঘর হাসপাতালে (Golghar Hospital) প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এছাড়াও এই পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রচুর মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
 

Comments :0

Login to leave a comment