Protest in Nepal

দুর্নীতি, ইন্টারনেটে নিষেধাজ্ঞার প্রতিবাদে উত্তাল কাঠমান্ডু, মৃত ১৬

আন্তর্জাতিক

নেপালে চলছে তীব্র বিক্ষোভ। সরকারের দুর্নীতি ও বেশ কয়েকটি অ্যাপ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ তীব্র হলো নেপালে। সোমবার দুপুর পর্যন্ত বিক্ষোভের জেরে ১৬ জনের মৃত্যুর খবর এসেছে। 
নেপালের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানাচ্ছে পুলিশ এবং সেনার সঙ্গে সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১০০ জনের বেশি আহত বলে জানাচ্ছে নেপালের সংবাদমাধ্যম। নেপালের রাজধানী কাঠমান্ডুতে কমবয়সীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তাঁরা কারফিউ ভেঙে নেপালের পার্লামেন্টের সামনে নেমে আসেন। কড়া নিরাপত্তা বলয় ভেঙে কিছু বিক্ষোভকারী সংসদের ভেতরেও ঢুকে পড়েন বলে জানা গিয়েছে। কাঠমান্ডুতে সেনাবাহিনী নামানো হয়েছে বিক্ষোভ আটকানোর জন্য। 
বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। পুলিশকে লক্ষ্য করে গাছের ডাল ও জলের বোতল ছোঁড়েন বলে অভিযোগ করেছে প্রশাসন। পুলিশও পাল্টা জলকামান, কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। 
শুক্রবার ইন্টারনেটে নিষেধাজ্ঞা জারি করে সরকার। ফেসবুক, ইউটিউব এবং এক্স সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না। মোট ২৬টি, নথিভুক্ত নয়, এমন অ্যাপ সরকার বন্ধ করার পর থেকে বিক্ষোভ ছড়ায়। ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিতে নেপালে লক্ষ লক্ষ ব্যবহারকারী রয়েছেন। 
নেপাল সরকারের এই পদক্ষেপ জনগণ, বিশেষ করে, অল্পবয়সীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছে। কাঠমান্ডুতে প্রবল বিক্ষোভ চলছে। 
কাঠমান্ডুর বানেশ্বর এলাকায় কারফিউ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতি ভবন, উপ রাষ্ট্রপতি ভবনের সামনে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। রাত দশটা পর্যন্ত কারফিউ জারির ঘোষণা করেছে প্রশাসন। কোনও জমায়েত বা বিক্ষোভের ওপর  কড়া নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। 
নেপালের সরকার বলেছে যে সব সোশাল মিডিয়া সংস্থাকে দেশের আইন অনুযায়ী নথিভুক্ত হতে হবে। নেপালে দপ্তর খুলতে হবে, নিয়োগ করতে হবে আধিকারিকদের। তথ্য আদানপ্রদান সংক্রান্ত আইন মেনে চলতে হবে। সুপ্রিম কোর্ট এই মর্মে নির্দেশও দেয়। নেপাল সরকারের মন্ত্রিসভায় নথিভুক্ত করার নির্দিষ্ট সময়সীমাও ঠিক করা হয়। প্রশাসনের জারি করা সময়সীমা শেষ হওয়ার পরও বেশ কয়েকটি সংস্থা নথিভুক্ত হয়নি। এরপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জানিয়েছে প্রশাসন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন