বরানগরের ২০ নং ওয়ার্ডে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে স্বর্ণ ব্যবসায়ী খুন ও দোকান লুঠের ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতীরাজ বন্ধের দাবিতে বরানগর বামফ্রন্টের ডাকে বিটি রোড টবিন রোড থেকে একটি মিছিল শুরু হয় মঙ্গলবার সন্ধ্যায়। থানার সামনে এসে মিছিলটি শেষ হয় এবং বরানগর থানায় ডেপুটেশন দেওয়া হয়। থানার সামনে দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ সভা হয়। দুষ্কৃতী রাজের বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানানো হয় সভা থেকে।
বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা সায়নদীপ মিত্র,শানু রায়, বরানগর বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য্য, সিপিআই নেতা রবীন্দ্র প্রসাদ, আরএসপি নেতা মুজিবর রহমান, সভাপতিত্ব করেন কিশোর গাঙ্গুলি। ডেপুটেশন জমা দেন শানু রায়, সুব্রত বিদ, নির্মল নাথ, শুধাংশু মন্ডলকে নিয়ে গঠিত প্রতিনিধি দল।
বরানগর এলাকায় একের পর এক ঘটনা ঘটেই চলেছে। উল্লেখ্য; গত শনিবার বেলা তিনটা নাগাদ বরানগরের শম্ভুনাথ দাস লেনের একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ও খুনের ঘটনা ঘটে। ক্রেতা সেজে পাঁচজন দুষ্কৃতী দোকানে এসে হাত-পা বেঁধে দোকানদারকে খুন করে। পুলিশ সূত্রে জানা গেছে ওই দিন প্রায় ১৫ কেজি সোনা লুট করা হয়। এরপর ভারী লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয় শঙ্কর জানাকে।
স্বর্ণ ব্যবসায়ী খুন ও দোকান লুঠের ঘটনার প্রতিবাদে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সেই সঙ্গে বরানগরে দুষ্কৃতীরাজ বন্ধের দাবিতে এদিন বরানগর বামফ্রন্টের ডাকে বিটি রোড টবিন রোড থেকে বরানগর থানা প্রর্যন্ত প্রতিবাদ মিছিল ও বরানগর থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়। থানার সামনে দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ চলে।
Left Front Rally
দুষ্কৃতীরাজ বন্ধের দাবিতে বামফ্রন্টের মিছিল বরানগরে

×
Comments :0