UEFA Super Cup 2023

টাইব্রেকারে সুপার কাপ জিতল ম্যানচেস্টার সিটি

খেলা

UEFA Super Cup 2023


বুধবার চূড়ান্ত নাটকীয়তার শেষে উয়েফা সুপার কাপের ফাইনাল জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি। এই প্রথম বার উয়েফা সুপার কাপ জয়ের স্বাদ পেল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। এথেন্সের কারাইসকাকিস স্টেডিয়ামে এথেন্সে উয়েফা সুপার কাপের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। নির্ধারিত সময়ে ১-১ ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেভিয়ার হয়ে গোল নষ্ট করেন নেমানজা গাডেলজ। সেখানে সেভিয়ার হৃদয় ভেঙে ৫-৪ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ম্যাঞ্চেস্টার সিটি। 

এই প্রথম বার সুপার কাপে অংশ নিয়েছিল ম্যান সিটি। আর প্রথম বারই চ্যাম্পিয়ন হলো গুয়ার্দিওলার দল। চলতি বছরে এই নিয়ে চতুর্থ খেতাব জিতল ম্যান সিটি। সুপার কাপের ফাইনালে প্রথমার্ধে, ২৫ মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন ইউসেফ এন নেসিরি। এরপর দ্বিতীয়ার্ধে, ৬৩ মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান কোল পালমার। নির্ধারিত সময়ে ১-১ ড্র হওয়ার পর উয়েফার নতুন নিয়ম অনুযায়ী, অতিরিক্ত ৩০ মিনিট খেলা হওয়ার পরিবর্তে সরাসরি ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর টাইব্রেকারে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয় ম্যান সিটি।

ম্যাচের টাইব্রেকারে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে জাল কাঁপান নরওয়ের তারকা আর্লিং হলান্ড, জুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও ক্যাপ্টেন কাইল ওয়াকার। অন্যদিকে সেভিয়ার হয়ে প্রথম শটে সফল হন লুকাস ওকাম্পোস। এরপর বাকি তিনটি গোল করেন রাফা মির, ইভান রাকিতিচ এবং গঞ্জালো মন্ট্রিয়েল। কিন্তু শেষ শট নেওয়া নেমানজা গাডেলজ ব্যর্থ হন। গাডেলজের শট কিক বারে লেগে ফিরতেই সেলিব্রেশনে মেতে ওঠেন পেপ গুয়ার্দিওলারা।

 

Comments :0

Login to leave a comment