আবার কর্মী ছাঁটাইয়ে নামছে মাইক্রোসফ্ট। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৬,৮০০ কর্মীকে ছেঁটে ফেলতে নামছে এই তথ্য প্রযুক্তি সংস্থা।
ছাঁটাইয়ের আওতায় আসতে চলেছেন একেবারে নবীন কর্মী থেকে অভিজ্ঞদেরও ছাঁটাই হতে পারে। মাইক্রোসফ্টের এক অভিজ্ঞ কর্মী রন বাকটন সম্প্রতি ছাঁটাইয়ের মুখে পড়েছে। সোশাল মিডিয়া ‘এক্স’-এ তাঁর অভিজ্ঞতা জানিয়ে এই কর্মী লিখেছেন, ১৮ বছর কাজ করার পরও তাঁকে বাদ দেওয়া হয়েছে। নতুন কাজ খুঁজতে নামার জন্যও কিছুদিন সময় দরকার।
মাইক্রোসফ্টের আর্টিফিশিয়াল ইনটিলিজেন্সের প্রোজেক্টে ডিরেক্টর হিসেবে কাজ করেছেন গ্যাব্রিয়েলা ডি কুইরোজ। তিনিও লিখে জানিয়েছেন সংস্থা থেকে বাদ পড়ার অভিজ্ঞতা।
মাইক্রোসফ্টের কর্মীর সংখ্যা ২ লক্ষ ২৮ হাজার প্রায়। ২০২৩-এ ১০ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে এই সংস্থা।
সংস্থার পক্ষে বলা হয়েছে, পুনর্গঠনের কৌশলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজারের গতিবিধি অনুযায়ী আমাদের এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।
Microsoft Layoff
বিশ্বজুড়ে ছাঁটাইয়ে নামল মাইক্রোসফ্ট, বাদ এআই ডিরেক্টরও

×
Comments :0