MOHUNBAGAN IN CFL

কলকাতা লিগে নামার আগে আত্মবিশ্বাসী সবুজ মেরুন

খেলা

Mohun Bagan FC mohun bagan super giant mohun bagan news in bengali mohun bagan news today mohun bagan super giant news

আসছে কলকাতা লিগ। চূড়ান্ত অনুশীলনে ব্যস্ত মোহনবাগান। বাস্তব রায়ের তত্ত্বাবধানে প্র্যাকটিস চলছে জোরকদমে।

এইবছর বিদেশিহীন হতে চলেছে কলকাতা ফুটবল লিগ। ফলে, বাংলা তথা দেশের ছেলেদের প্রমাণ করার অন্যতম বড় মঞ্চ হতে চলেছে এটি। ইতিমধ্যেই, মোহনবাগান সুপার জায়ান্টস ইউথ ডেভেলপমেন্টের দিকে নজর দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়েই এবার, কলকাতা লিগে জুনিয়র ফুটবলারদের আরও বেশি করে সুযোগ দিতে চায় সবুজ মেরুন ব্রিগেড। 

আরএফডিএল ডেভেলপমেন্ট লিগে খেলা পুরো দলটিই এবার লিগে মাঠে নামতে চলেছে। ডেভেলপমেন্ট লিগ এবং নেক্সট জেন কাপে বেশ ভালো খেলে গোটা মোহনবাগান দল। সিনিয়র দলের পাশাপাশি, জুনিয়র দল এবং রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করার দিকে নজর দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

 কলকাতা লিগের জন্য যে দল বেছে নেওয়া হয়েছে, সিনিয়র দলের সাতজন ফুটবলার রয়েছেন সেই স্কোয়াডে। তাঁরা হলেন সুমিত রাঠি, ফারদিন আলি মোল্লা, অভিষেক সূর্যবংশী, রবি বাহাদুর রানা, এনসন সিং, লালরিনলিয়ানা হামতে এবং আর্শ আনোয়ার শেখ। এছাড়াও রয়েছেন সুহেইল আহমেদ ভাট, রাজ বাশফোরে, ব্রিজেষ গিরিশ, টাইসন সিং, আমনদীপ, জাহিদ বুখারি, শিবাজিৎ সিংহ, দীপেন্দু বিশ্বাস এবং অভিষেক বালওয়ারি। 

মোট ১২ জন বঙ্গসন্তান রয়েছেন এই দলে।  বায়ার্ন মিউনিখের বিশ্ব একাদশের অন্যতম প্রতিশ্রুতিমান ফুটবলার হিসেবে নির্বাচিত হন বাংলার শুভ পাল। তিনিও রয়েছেন এই দলে। হেডকোচ বাস্তব রায় ছাড়াও, সহকারী কোচের দায়িত্ব সামলাচ্ছেন বিশ্বজিৎ ঘোষাল। গোলকিপিং কোচ হিসেবে রয়েছেন প্রাক্তন গোলরক্ষক অভিজিৎ মন্ডল।  

এদিকে লড়াইতে নামার আগে দলের নির্ভরযোগ্য ফুটবলার সুমিত রাঠি বলছেন, “কলকাতা লিগে নিজের সেরাটা দিতে চাই। যাতে সিনিয়র টিমের কোচ আমার ওপর আস্থা রাখতে পারেন। যুব দল হিসেবে আমরা যথেষ্ট শক্তিশালী। যেকোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে আমরা প্রস্তুত। সব ম্যাচ জেতাই লক্ষ্য আমাদের।“  

অন্যদিকে সুহেইল আহমেদ ভাট জানিয়েছেন, “ছোটবেলা থেকেই মোহনবাগানের জার্সি পরে খেলার স্বপ্ন দেখতাম। নেক্সট জেন কাপে, ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মতো বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে গোল করেছি। তাতে আত্মবিশ্বাস একটু হলেও বেড়েছে। কলকাতা লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামব।“  

বঙ্গতনয় ফারদিন আলি মোল্লা বলছেন, “সিনিয়র দলে অনেকদিন খেলছি। এএফসি কাপে গতবার গোলও পেয়েছি। কলকাতা লিগেও আমাকে নিজের সেরাটাই দিতে হবে।“

সবমিলিয়ে, কলকাতা লিগে নামার আগে যেন টগবগ করে ফুটছে টিম মোহনবাগান।

Comments :0

Login to leave a comment