আজ শুক্রবার অনুষ্ঠিত হল ACL 2 এর গ্রুপ বিন্যাসের অনুষ্ঠান। গ্রুপ ' এ তে মোহনবাগানের গ্রুপে রয়েছে কাতারের আল ওয়াকরাহ এফসি, ইরানের গালফ পার্সিয়ান লিগের দল ট্র্যাক্টর এস সি এবং তাজাঘিস্তানের দল এফসি রাভশান।
এক নজরে দেখে নেওয়া যাক এই তিন দলের ব্যাপারে -
ওয়াকরাহ এফসি -
কাতার স্টার লিগের দল ওয়করাহ এফসি গত মরশুমে লিগ টেবিলে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছিল । তাদের কোচ এঞ্জেল রামিরেজ। তাদের দলের সেরা খেলোয়াড় তিউনিশিয়ার আইসে লালদোনুই। জার্মান বুন্দেসলিগার দল ইউনিয়ন বার্লিনে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
ট্র্যাক্টর এস সি -
ইরানের গালফ পার্সিয়ান লিগের এই দলটি গত মরশুমে লিগ টেবিলে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছিল। তাদের দলে রয়েছেন ইরানের জাতীয় দলের গোলরক্ষক এইরেজা বেইরানভান্ড । ইরানের মোট ৭১ টি ম্যাচ খেলা এই গোলরক্ষক খেলেছেন ২০২২ বিশ্বকাপে। মোট চারবার গালফ পার্সিয়ান লিগের সেরা গোলরক্ষক হয়েছিলেন । এই দলের কোচ ড্রাগন স্কচিচ।
এফসি রাভশান -
তাজাঘিস্তানের রাভশান দলটি গত মরশুমে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করেছিল। তাদের কোচ মুমিনভ। তাজাঘিস্তানের এই দলটিতে সেইরকম কোনো ফুটবলার নেই। বেশিরভাগ জাতীয় দলের ফুটবলার তাদের । কোচও অনভিজ্ঞ। তাই এই দলের বিরুদ্ধেই পয়েন্ট তোলার চেষ্টা করতে হবে মোহনবাগানকে ।
অর্থাৎ , ACL 2 এ বেশ কঠিন গ্রুপেই পড়েছে মলিনা ব্রিগেড । এখন দেখার কতটা ভালো রেজাল্ট তারা করতে পারে এশিয়ান স্তরে।
Comments :0