Muharram rally in Kashmir

তিন দশক পরে কাশ্মীরের রাস্তায় ’নিয়ন্ত্রিত‘ মহরমের মিছিল

জাতীয়

প্রায় তিন দশক পরে কাশ্মীরের রাস্তায় বেরল মহরমের মিছিল। শ্রীনগর থেকে লাল চক পর্যন্ত মহরমের মিছিলে পা মেলাল প্রায় শতাধিক মানুষ। বুধবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দু-ঘন্টার জন্য কর্তৃপক্ষ মহরমের আগে মিছিল করার অনুমতি দেয়। শান্তিপূর্ণ এই মিছিলে ধর্মীয় পতাকা নিয়ে হেটে যান। শ্রীনগরের ডেপুটি কমিশনার বলেন ‘শান্তিপূর্ণ ভাবেই মহরমের ৮ম দিনের মিছিল সংগঠিত আজ হয়েছে। আশা করি এরকম শান্তিপূর্ণ ভাবেই ১০ দিনের অর্থাৎ শনিবার মহরমের মিছিলটি সংগঠিত করা যাবে।’

বৃহষ্পতিবার মহরমের মিছিলের জন্য ভোর ৫.৩০ থেকে সাধারণ মানুষ ভিড় জমায় গুরু বাজার এলাকায়। কাশ্মীরে শান্তি ফিরেছে এই দাবি করলেও এই মিছিলে করার জন্য মাত্র দুঘন্টার অনুমতি দেওয়া হয়। দেশের অন্যান্য জায়গায় যেখানে যেভাবে মহরমের মিছিল হয় তার থেকে অনেকটাই আলাদা চিত্র কাশ্মীরে। সেখানে সেই সঙ্গে ত্রিস্থরীয় নিরাপত্তা বেষ্ঠনীর ঘেরাটপেই থাকে মিছিল। কাশ্মীরের সিয়া সম্প্রদায়ের মুসলিমরা দীর্ঘদিন ধরে মহরমের ৮ দিনের মিছিলের দাবি জানিয়ে আসছিল। সেই দাবি মানতে বাধ্য হয় কর্তৃপক্ষ। মিছিল শান্তিপূর্ণভাবে সংগঠিত করার জন্য সাহায্য করে স্থানীয় বাসিন্দা থেকে সেচ্ছাসেবী সংস্থাগুলিও।

Comments :0

Login to leave a comment