হেঁকেছিলেন সপ্তাহে ৭০ ঘন্টা কাজের নিদান। ঝড় বয়ে যায় সমালোচনার। এবার খানিক অন্য সুর ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণমূর্তির। তিনিই বলছেন ‘সহৃদয়’ হতে!
বৃহস্পতিবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, সকলের সামনে কর্মীদের প্রশংসা করা উচিত। আর ব্যক্তিগত স্তরে কথাবার্তার সময় গঠনমূলক সমালোচনা করা উচিত।
নারায়ণমূর্তির আরো বক্তব্য, কর্পোরেট সংস্থাগুলির উচিত মুনাফার সঙ্গত বন্টন। সবচেয়ে বেশি আর সবচেয়ে কম বেতনের ফারাক যেন কম থাকে।
এদিন নারায়ণমূর্তির ভাষণে এআই নিয়ে মাতামাতির সমালোচনাও ছিল। তিনি বলেছেন, বহু সাধারণ সফ্টওয়ারকেও তথ্য প্রযুক্তি সংস্থাগুলি আর্টিফিশিয়াল ইনটিলিজেন্স বলে চালাচ্ছে।
সেই সঙ্গে ইনফোসিসের প্রধানের বক্তব্য, ভর্তুকি বা ভাতা দিয়ে দারিদ্র নির্মুল করা যাবে না, পৃথিবীর কোন দেশ এই কাজ করে অর্থনৈতিক সঙ্কট মেটাতে পারেনি।
তিনি বলেন, ‘‘কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে তবেই দেশের অর্থনৈতিক সঙ্কট কমতে পারে। দারিদ্র থেকে মানুষ রেহাই পেতে পারে। ভর্তুকি দিয়ে বা ভাতা দিয়ে এই সঙ্কট থেকে রেহাই পাওয়া যায় না। পৃথিবীর কোন দেশ এই কাজ করে উন্নতি করতে পারেনি।’’
নারায়ণমূর্তি ৭০ ঘন্টা কাজের নিদান দিয়েছিলেন। তার কিছু পরে আমেরিকার ‘সরকারি দক্ষতা’ বিভাগের প্রধান হয়ে আরেক ধনকুবের এলন মাস্ক শুনিয়েছিলেন সপ্তাহে ১২০ ঘন্টা কাজের নির্দেশ। গত ক’দিনে আবার শেয়ার বাজার টালমাটাল হয়েছে এই মাস্ক এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নীতিতে। ক্ষতি হয়েছে ইনফোসিসেরও। শেয়ারের মোট দর ৬ হাজার ৮৭৫ কোটি টাকা কমে গিয়েছে।
উল্লেখ্য গত কয়েক বছর বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন জেতার স্বার্থে একাধিক প্রকল্প, ভাতার কথা ঘোষণা করে নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে। এই প্রসঙ্গ টেনে ইনফোসিস কর্তা বলেন, যে যে পরিবারগুলির ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মকুব করছে তাদের বাড়ি প্রতি ছয় মাস অন্তর সরকারের প্রতিনিধি পাঠিয়ে সমীক্ষা করা উচিত যে তারা সন্তানদের নিয়মিত স্কুলে পাঠায় কিনা।
কর্মসংস্থানের হাত ধরে উন্নতির কথা বলা হলেও ইনফোসিস নিজেই আর্থিক সঙ্কটের দায় কর্মীদের ওপর চাপিয়ে ছেঁটেছে তাঁদের অনেককে। সব তথ্য প্রযুক্তি সংস্থার মতো এই প্রতিষ্ঠানেও কাজের বিধি নিয়ে প্রশ্ন যথেষ্ট। বস্তুত শ্রম বিধির তোয়াক্কা করে না কোনও তথ্য প্রযুক্তি সংস্থাই। ইনফোসিস প্রধানের পরামর্শ শুনতে ভালো হলেও বাস্তবে মালিকের মর্জির ওপর শ্রমিক কর্মচারীর কল্যাণের তত্বই আউড়েছেন, বলছেন পর্যবেক্ষকদের একাংশ।
Narayan Murthy Infosys
শেয়ারে ধাক্কা, এবার ‘সহৃদয়’ হতে বলছেন সেই নারায়ণমূর্তি!

×
Comments :0