NEPAL T-20

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক নেপালের

খেলা

২০২৪ সালের আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে নেপাল প্রথমবার খেলছে। এই দলের অধিনায়ক হলেন রোহিত পৌড়েল। 
এর মধ্যেই, ৪ জুন, গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে নেপাল আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। 
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেপাল। তবে তারা নেদারল্যান্ডসের বোলারদের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটে ১০৬ রান তোলে। 
নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও'ডাউড ৫৪ রান করে অপরাজিত ছিলেন। তাঁর দল ১৮.৪ ওভারে রান তুলে নেয়। এই ম্যাচটি দেখতে নেপালের প্রচুর সমর্থক এসেছিলেন টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। 
নেপাল রয়েছে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে গ্রুপ ডি-তে। নেপালের পরবর্তী ম্যাচ ১২ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে।

Comments :0

Login to leave a comment