COVID ALERT CENTRE

মিলেছে নতুন প্রকরণ, রাজ্যে রাজ্যে করোনার সতর্কবার্তা কেন্দ্রের

জাতীয়

করোনা ভাইরাসের নতুন প্রকরণের খোঁজ মিলেছে সম্প্রতি। বিভিন্ন রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যাও বাড়ছে। দু’দিক বিবেচনায় রেখে সব রাজ্যে সতর্কতার বার্তা পাঠালো কেন্দ্র। 
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশ পন্ত সব রাজ্যে সতর্কবার্তা পাঠিয়ে বলেছেন, সামনে উৎসবের মরশুম ঘিরে ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। জনস্বাস্থ্যের দিক বিবেচনায় রেখে সতর্কতা ছড়ানো প্রয়োজন। প্রতিরোধের ব্যবস্থা পরিস্থিতি অনুযায়ী কাজে লাগানো দরকার। 
কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে, জেলা স্তর থেকে কোভিডের নজরদারি থাকা উচিত। আরটি-পিসিআর পরীক্ষার সংখ্যা বাড়ানো দরকার। পজিটিভ নমুনা পাঠানো দরকার ইন্ডিয়ান সার্স কোভিড-২ জেনোমিকস কনসর্টিয়াম বা ‘ইনসাকগ’-এ। যাতে নতুন প্রকরণ দ্রুত ধরা যায়। 
১৬ ডিসেম্বর কেন্দ্র জানায় যে কেরালার এক রোগীর নমুনায় নতুন প্রকরণ ‘জেএন.১’ পাওয়া গিয়েছে। ভারতে এই প্রকরণ আগে দেখা যায়নি। তিরবনন্তপুরমের ওই মহিলার রক্তপরীক্ষায় প্রকরণটি ধরা পড়ে। করোনা ভাইরাসের এই প্রকরণ আগে দেখা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে।

Comments :0

Login to leave a comment