AIDWA

বিনা চিকিৎসায় কোনও
শিশুর যেন মৃত্যু না হয়

রাজ্য

AIDWA

গুরুতর আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ব্যবস্থা করতে হবে। রাজ্যে জ্বর ও শ্বাসকষ্টে শিশুমৃত্যুর পরিস্থিতিতে এই দাবি তুলেছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। 

বুধবার সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি জাহানারা খান এবং সম্পাদক কনীনিকা ঘোষ বিবৃতিতে এই দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, ‘‘কোনও শিশুর যেন বিনা চিকিৎসায় মৃত্যু না হয়।’’

মহিলা সমিতির ক্ষোভ, মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্য মন্ত্রী। অথচ আশ্চর্যের যে স্বাস্থ্য দপ্তরের কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। খান এবং ঘোষ বলেছেন, ‘‘স্বাস্থ্য দপ্তরের বেহাল চেহারা প্রতিদিন স্পষ্ট হচ্ছে।’’ 

মহিলা সমিতির দাবি, ‘‘শুধু বিজ্ঞাপন নয়। গুরতর আক্রান্ত শিশুদের চিকিৎসারও ব্যবস্থা করতে হবে।’’ 

মহিলা সমিতি ক্ষোভ জানিয়েছে গ্যাসের দাম বাড়ানোর জন্যও। কেন্দ্রের বিজেপি সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠন। বলা হয়েছে, ‘‘জিডিপি কমছে, অর্থ নৈতিক উন্নয়ন থমকে রয়েছে। গ্যাসের দাম বাড়ানোর প্রভাব মারাত্মক হবে।’’ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে লক্ষ্য করে মহিলা সমিতির ক্ষোভ, ‘‘একদিকে গ্যাসের দাম বাড়িয়ে মুখের গ্রাস কাড়ছেন। আরেকদিকে এলআইসি বা স্টেট ব্যাঙ্কের অর্থ আদানির শেয়ারে ঢালতে বাধ্য করছেন। মোদী সরকারের দ্বিচারিতা তীব্র নিন্দাজনক।’’

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সবস্তরের মানুষকে শামিল হওয়ার আহ্বানও জানিয়ে মহিলা সমিতি।  

Comments :0

Login to leave a comment