OPS RALLY KOLKATA

পুরনো পেনশন প্রকল্প না ফিরলে ধর্মঘটের হুঁশিয়ারি কেন্দ্রীয় কর্মচারীদের

কলকাতা

বৃহস্পতিবার ধর্মতলায় ওয়াই চ্যানেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রেল, প্রতিরক্ষা কর্মীদের সমাবেশ।

মার্চের মধ্যেই ফিরিয়ে আনতে হবে পুরনো পেনশন প্রকল্প। না হলে ধর্মঘটের পথে যেতে বাধ্য হবেন কর্মচারীরা। বৃহস্পতিবার ধর্মতলার ওয়াই চ্যানেলে সমাবেশ থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রেল ও প্রতিরক্ষা ক্ষেত্রের কর্মীরা। 
দেশজুড়ে নতুন পেনশন প্রকল্প বাতিল করে পুরনো পেনশন প্রকল্প বা ওপিএস-এ ফেরার দাবিতে চলছে আন্দোলন। নতুন পেনশন প্রকল্পে শ্রমিক কর্মচারীদের অবসরকালীন ভাতার জন্য শেয়ার বাজারের মুখাপেক্ষী করে দেওয়া হয়েছে। ভাতা প্রায় পাচ্ছেন না শ্রমিক কর্মচারীরা। চরম অনিশ্চয়তার মুখে রয়েছে কর্মচারীরা। 
এর আগে রিলে অনশন এবং অবস্থান চলেছে পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবিতে তৈরি জয়েন্ট ফোরামের ডাকে। ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন, মেট্রো রেলওয়ে মেনস ইউনিয়ন। অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেৃারেশন এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কোঅর্ডিনেশন কমিটি।

Comments :0

Login to leave a comment