Poetry — ASTAPADA MALIK / NATUNPATA - 18 December

কবিতা — নানা রকম / নতুনপাতা

ছোটদের বিভাগ

Poetry  ASTAPADA MALIK  NATUNPATA - 18 December

নতুনপাতা

কবিতা

নানা রকম
অষ্টপদ মালিক

হাতে হাতে যোগ করি
যোগাযোগ ঘটে
মনে মনে কত কথা
ভাসে স্মৃতিপটে ।

রং তুলি ঘষে ঘষে
ছবি ফুটে ওঠে
রাঙা হাসি রাশি রাশি
ফোটে রাঙা ঠোঁটে ।

হাসি হাসি মুখখানা
মিঠে কথা বলে
মনে মনে কাছে নেই
ছলে বলে চলে ।

চেনা চেনা মুখগুলো
চেনা সোজা নয়
ভেকধারী লোকগুলো
বদমাশ হয় ।

Comments :0

Login to leave a comment