South Kolkata Loksabha

দক্ষিণ কলকাতায় সিপিআই(এম) প্রার্থীকে প্রচারে বাধা

রাজ্য কলকাতা

ফাইল চিত্র

হরিশ মুখার্জি রোডে প্রচারে বাধা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম কে।
বৃহষ্পতিবার সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করছিলেন সায়রা। মিছিল যখন হরিশ মুখার্জি রোডে ঢুকতে যায় তখন বাধা দেয় পুলিশ। কালিঘাট থানার আধিকারিক সঞ্জয় মিশ্র পথ আটকান। তার দাবি ওই রাস্তা দিয়ে মিছিল করা যাবে না। কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া ছিল ওই রাস্তায় মিছিল করার। উল্লেখ্য এলাকাটি ভবানীপুর থানার অধীনে, সেখানে কালিঘাট থানার অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে।


এদিন বাধা পেয়ে পুলিশের সাথে বচসা শুরু হয় সিপিআই(এম) কর্মী সমর্থকদের। সায়রা হালিম স্পষ্ট বলেন কেন ওই রাস্তায় যেতে দেওয়া হবে না তার কাগজ পুলিশকে দেখতে হবে। পুলিশের সাথে এক দফা কথা কাটাকাটিও হয় তার। 
তবে বাধা পেয়ে কোন ভাবে পিছিয়ে আসেনি সিপিআই(এম) কর্মীরা। তারা তাদের প্রচার নির্ধারিত সূচি অনুযায়ী করেন। কালিঘাট থানার এই আচরণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে সিপিআই(এম)।
এর আগে ভবানীপুর বিধানসভার উপ নির্বাচনে সময় হরিশ চ্যাটার্জি স্ট্রীটে বাধা দেওয়া হয়েছিল সিপিআই(এম) প্রার্থী শ্রীদীপ গোস্বামী এবং সুজন চক্রবর্তীকে।

Comments :0

Login to leave a comment