RG KAR PROTEST ENGREJBAZAR

আরজি কর: সিআইটিইউ’র প্রতিবাদ ইংরেজবাজারে

জেলা

মঙ্গলবার মালদহের ইংরেজবাজারে বিক্ষোভ সভা সিআইটিিউ’র।

আরজি কর হাসপাতালে জঘন্য অপরাধের মাথাদের শাস্তি দিতে হবে। কেবল মেডিক্যাল কলেজে নয়। এই দাবি ছড়িয়ে পড়ছে রাজ্যের সর্বত্র। মঙ্গলবার মালদহের ইংরেজবাজারে এই দাবিতেই প্রতিবাদ সভা করল সিআইটিইউ। তৃণমূল সরকার বারবার আড়াল করার চেষ্টা করে জঘন্য অপরাধীদের, সভাব সে কথাও বলেছেন বক্তারা। 
মঙ্গলবার বিকালে সিআইটিইউ-র ইংরেজবাজার শহর লোকাল কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সভা হয়। ইংরেজবাজার থানার সামনে এই সভায় সভাপতিত্ব করেন সিআইটিইউ -র শহর লোকাল কমিটির সভাপতি অনীক ভট্টাচার্য। বক্তব্য রাখেন রুণু কুন্ডু, অনুপম গুণ, নিলয় গাঙ্গুলি, মিন্টু চৌধুরী, অমিত সরদার দোলন চাকি, নুরুল ইসলাম প্রমুখ। 
সভা থেকে এক প্রতিনিধি দল থানায় গিয়ে আইসি’র কাছে স্মারকলিপি জমা দেন। মালদহ জেলা এবং রাজ্যে নারী নির্যাতন বাড়ছে। পুলিশ ও প্রশাসনের ব্যর্থতার ফলে অপরাধীরা ছাড়া পাচ্ছে। তার প্রতিবাদ জানানো হয়েছে। এদিন ওল্ড মালদহ, হবিবপুর ও হরিশ্চন্দ্রপুরেও বিক্ষোভ সভা হয়।

Comments :0

Login to leave a comment