QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 8 JANUARY 2026, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ৮ জানুয়ারি ২০২৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  8 JANUARY 2026 3rd YEAR

বলতে পারো 

নতুনপাতা 

অমল কর 

উত্তর : ৮ জানুয়ারি ২০২৬, বর্ষ ৩

 

জিজ্ঞাসা

১. মহিলাদের একদিনের ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বাধিক রান কোন্  ক্রিকেটারের?
২. বিশ্বের প্রথম বিলিওনিয়ার ফুটবলার কে?
৩. নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন ডাঃ লক্ষ্মী সেহগল কে ?
৪. শিশুসাহিত্যিক সুকুমার রায় কে ?
৫. ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস নির্বাচিত বিভিন্ন ভাষায় সর্বকালের সেরা প্রথম ৫টি ভারতীয় চলচ্চিত্র কি কি ?
৬. কলকাতা থেকে কতগুলো সেতু আর কতগুলো সুরঙ্গ পেরিয়ে ভারতীয় রেল মিজোরামের রাজধানী আইজলে পৌঁছাবে ?

সমাধান

১. মহিলাদের একদিনের ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বাধিক রান করেন ভারতের স্মৃতি মান্ধানা,৫১৮৬ রান (২৩/১০/২৫ পর্যন্ত)।
২. পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালডো বিশ্বের প্রথম বিলিওনিয়ার ফুটবলার। ১৪০ কোটি মার্কিন ডলারের মালিক তিনি, ভারতীয় মুদ্রায় ১২,৪৩২ কোটি টাকা।
৩. বিপ্লবী ডাঃ লক্ষ্মী সেহগল(জন্ম ২৪/১০/ ১৯১৪) নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন ও সরকারের মহিলা বিষয়ক দপ্তরের মন্ত্রী ছিলেন । তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন। ১৯৭১ সালে তিনি সিপিআইএম -এর সদস্য হন এবং পরে বামপন্থীদের সমর্থনে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হন।
৪.  সুকুমার রায় (জন্ম ৩০/১০/২৫) ছিলেন শিশুসাহিত্যিক,ছড়াকার ও ননসেন্স ছড়ার প্রবর্তক, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও মুদ্রণ বিশেষজ্ঞ। ৮ বছর বয়সে 'নদী' তাঁর প্রথম কবিতা।
আবোলতাবোল হযবযরল পাগলাদাশু অবাক জলপান ভূশণ্ডির মাঠে তাঁর রচনারাজি।
৫.  ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিলম ক্রিটিকস (১৯৩০ সালে প্রতিষ্ঠিত) দ্বারা নির্বাচিত সর্বকালের সেরা পাঁচটি ভারতীয় চলচ্চিত্র হল:সত্যজিৎ রায় পরিচালিত 'পথের পাঁচালী '(১৯৫৫ ), ঋত্বিক ঘটক পরিচালিত 'মেঘে ঢাকা তারা'(১৯৬০),মৃণাল সেন পরিচালিত ' ভুবন সোম ' (১৯৬৯),গোপাল কৃষ্ণণ পরিচালিত মালায়ালাম ভাষায় 'এলিপাত্থায়াম' (১৯৮১) এবং  গিরীশ কাসারাভাল্লি পরিচালিত কন্নড় ভাষায় 'ঘাটশ্রাদ্ধ' (১৯৭৭)।
৬. কলকাতা থেকে ১৪২টি  সেতু ও ৪৮ টি সুরঙ্গ পেরিয়ে ভারতীয় রেল মিজোরামের রাজধানী আইজলে পৌঁছে যায়।

Comments :0

Login to leave a comment