আরজি কর কাণ্ডের ন্যায়বিচার চেয়ে আন্দোলনে সামিল হওয়া সকলের বিরুদ্ধে প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে চলেছেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আন্দোলনকারী মহিলাদের উদ্দেশ্য সম্প্রতি তির্যক মন্তব্য শোনা যায় উদয়ন গুহের মুখ থেকে। প্রতিনিয়ত প্রকাশ্যে তার এই মন্তব্য রীতিমতো উস্কানিমূলক। আর লাগাতার তার এই মন্তব্যের জেরেই আক্রান্ত হতে হলো দিনহাটার রাত দখলের মেয়েদের। আক্রমণের মুখে পড়লেন এই প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীরাও। দলীয় নেতার ধারাবাহিক এই মন্তব্যে কার্যত উৎসাহিত হয়ে সোমবার রাতে দিনহাটায় এই প্রতিবাদীদের মিছিলে আক্রমণ চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যার নেতৃত্বে ছিলেন দিনহাটার পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী বলে অভিযোগ।
তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সম্প্রতি কোচবিহারের এক সভায় তার হুঁশিয়ারি, মমতার বিরুদ্ধে যে বা যারা আঙুল তুলবে, তাদের আঙুল ভেঙে হবে। মন্ত্রীর কথায়, “এই ঘটনায় যাঁরা মমতা ব্যানার্জী’র দিকে আঙুল তুলছেন, যাঁরা সমাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে গালাগালি করছেন, যাঁরা আঙুল তুলে তাঁর পদত্যাগ চাইছেন, সেই আঙুলগুলিকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। এই মন্তব্যের পরই দিনহাটার এক সভায় উদয়ন গুহ সরাসরি তার বক্তব্যের মধ্য দিয়ে নারী সমাজকে অপমান করেন। উদয়ন গুহ বলেন, “চুল্লুর ঠেক ভাঙার জন্য মহিলাদের ঝাঁটা হাতে আন্দোলন করতে দেখেছি। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য কোনওদিন জিন্স প্যান্ট পরা কিংবা বব কাট চুলওয়ালা মহিলা দেখিনি। কারণ ওটা আন্দোলন নয়। আমরা সেই আন্দোলন করব যে আন্দোলন টিভিতে দেখাবে। ইংরেজি খবরের কাগজে খবর হবে।”
রাজ্যের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, শাসক দলের একজন প্রথম সারির নেতার মুখে এই সমস্ত বক্তব্য শোনার পরেই কার্যত উৎসাহিত হয়ে পড়েন দুর্বৃত্তরা। শাসকদলের মদতপুষ্ট হয়ে সোমবার রাতে তারাই দিনহাটা শহরে আক্রমণ চালায় প্রতিবাদীদের এই মিছিলে বলে উঠেছে অভিযোগ।
আরজি কর কান্ডের ন্যায় বিচারের দাবিতে সোমবার রাতে দিনহাটা হেমন্ত বসু কর্নার থেকে প্রতিবাদের রাখি বন্ধন কর্মসূচি সম্পন্ন করে জাস্টিস ফর আরজি কর স্লোগানকে সামনে রেখে প্রতিবাদীদের এক বিশাল মিছিল রাস্তা ধরে এগানের চেষ্টা করলে সামনে এসে দাঁড়ায় তৃণমূলীরা।
অভিযোগ মিছিলে থাকা মেয়েদের বক্তব্য ছিল যে মিছিলের প্রথমে মেয়েরা থাকবে। ছেলেরা থাকবে পিছনের সারিতে। সেই মতো পুলিশের কাছে অনুরোধ করেন তারা। কিন্তু এরপরও রাজ্যের শাসক দলের আশ্রিতরা এই মিছিলের সামনে হাঁটতে শুরু করে। এই পরিস্থিতিতে পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ না করে উল্টে দিনহাটা পুরনো বাসস্ট্যান্ড মোড়ে প্রতিবাদীদের মিছিলকে থামিয়ে দেয়।
এরপর এখানে মহিলারা কিছুক্ষণ অবস্থান করেন এবং পরবর্তীতে নীরবতা পালন করে মিছিল নিয়ে হেমন্ত বসু কর্নারের উদ্দেশ্যে রওনা হন। ঠিক এই সময়ই মিছিলে অংশগ্রহণকারী রোহিত ইসলাম নামে এক ছাত্রকে মিছিল থেকে টেনে বের করে নিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরবর্তীতে তাকে উদ্ধার করে দিনহাটা থানায় নিয়ে আসে পুলিশ। এদের আক্রমণে আহত হন নাজিরা আহমেদ, মুন ব্রজবাসী নামের দুই ছাত্রী বলে জানা যায়।
এই প্রসঙ্গে সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, ‘‘এই উদয়ন গুহ একজন নীতিভ্রষ্ট মানুষ। মানুষের প্রতি তার আস্থা নেই আর একারণেই গণতন্ত্রকে পদদলিত করে দিনহাটা বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি। আরজি কর কাণ্ড এবং তার ন্যায় বিচার চেয়ে সাধারণ মানুষের আন্দোলনকে কদর্য ভাষায় প্রতিনিয়ত আক্রমণ করছেন তিনি। আর তার এই সমস্ত বক্তব্যের কারণেই দিনহাটা শহরের বুকে আক্রান্ত হলো প্রতিবাদীদের মিছিল। কোচবিহারের আইন-শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে পুলিশ প্রশাসনের উচিত দ্রুততার সাথে এই মন্ত্রীকে গ্রেপ্তার করা। কিন্তু রাজ্যের পুলিশের মেরুদন্ড নেই, তারা দলদাসে পরিণত হয়েছেন। একারণেই তারা এখনও পর্যন্ত গ্রেপ্তার করছেন না বক্তব্যের মাধ্যমে হিংসা ছাড়ানো তৃণমূলের এই মন্ত্রীকে।’’
Comments :0