উৎপল মজুমদার
আর জি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চাইলেন বন্যাকবলিত ভূতনিবাসী। মানিকচক ব্লকের ভুতনির চর এলাকার গদাইয়ের চরে গঙ্গার জল হু হু করে ঢুকছে। তিন হাজারের বেশি মানুষ এই চরে বাস করেন। মালদহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপি চালাচ্ছে। কারোরই কোনও উদ্যোগ নেই। কালিয়াচক-২ ও ৩ ব্লকের নদী তীরবর্তী মানুষেরা ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী আস্তানায় চলে যেতে বাধ্য হন সর্বস্বান্ত হয়ে। শুধু বাড়িঘর নয়, চাষের জমি, সরকারি সম্পত্তি রাস্তাঘাট— এমনকি অনেক জায়গায় স্কুলবাড়িও নদীগর্ভে তলিয়ে যায়। যদিও পরিস্থিতি আপাতত কিছুটা স্বাভাবিক। তবুও বহু জায়গায় এখনও কোথাও হাঁটু কোথাও কোমর প্রর্যন্ত জল রয়েছে। -আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে গর্জে উঠলেন মানিকচক ব্লকের ভুতনির চর এলাকার মানুষজন। নারকীয় এই হত্যাকান্ডের বিচার চেয়ে জমা জলে নেমে পোস্টার হতে গর্জে উঠলেন। পোস্টারে লেখা ‘বাঁধ ভেঙ্গে বন্যাশ্রী নির্যাতিতা কন্যাশ্রী’। ‘বন্যা কবলিত ভূতনিবাসী খুনিদের হোক ফাঁসি’। আরেকটি পোস্টরে লেখা রয়েছে ‘চারিদিকে বন্যা কবলিত, কেউ ডুবে জলে কেউ ডুবে অবিচারের কবলে’। ‘বিচার চাই বিচার চাই’।
Bhutni Villagers Protest
কেউ ডুবে জলে কেউ অবিচারের কবলে, ভূতনিতে প্রতিবাদ
×
Comments :0