Rally at jalpaiguri

৫ নেতার মুক্তি চেয়ে মিছিল, স্তব্ধ জলপাইগুড়ি

জেলা

Rally at jalpaiguri ক্যাপশান- চা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব জিয়াউল আলম সহ নির্দোষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে শ্রমজীবী মানুষের মিছিল স্তব্ধ করলো জলপাইগুড়ি শহর। ছবি: প্রবীর দাশগুপ্ত

দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি

জলপাইগুড়িতে  সিপিআই(এম) জেলা দপ্তরে তৃণমূলের   হামলার প্রতিবাদে ট্রেড ইউনিয়ন ও গণসংগঠনগুলির যৌথ মিছিলে স্তব্ধ হল জলপাইগুড়ি শহর। শ্রমিক নেতা সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য জিয়াউল আলম সহ মোট ৫ জন নেতাকে মুক্তির দাবিতে সোচ্চার হয় মিছিল। রবিবার সমাজ পাড়া থেকে বেলা ৩ টা নাগাদ এই বিক্ষোভ মিছিল বের হয়ে জলপাইগুড়ি শহর পরিক্রমা করে থানার সামনে দিয়ে এসে সমাজকড়া মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। মিছিলে চা শ্রমিকরা ছিলেন।

সিআইটিইউ জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক জিয়াউল আলম, সম্পাদক পীযুষ মিশ্র, জেলা কার্যকরী কমিটির সদস্য সুদীপ চক্রবর্তী, এবিটিএ জেলা কমিটির সম্পাদক প্রসেনজিৎ রায়, এবিপিটিএ জেলার নেতা  জ্যোতি বিকাশ কর বন্দি। অথচ আক্রান্ত তাঁরাই। তৃণমূল দুষ্কৃতীদের কেউ জেলে নেই। রবিবার শ্রমিক কর্মচারীদের যৌথ মঞ্চে আহ্বানে বিক্ষোভ মিছিলে পা মেলান সিআইটিইউ এর সর্বভারতীয় নেতা সমন পাঠক, আইএনটিউইসি নেতা দেবব্রত নাগ, এআইআইটিইউসি প্রদীপ গোস্বামী, শ্রমিক আন্দোলনের নেতৃত্ব সুখমইত ওরাও, রামলাল মূর্মু, কৃষক নেতা জিতেন দাস, খেত মজুর আন্দোলনের নেতা কৌশিক ভট্টাচার্য, শিক্ষক কর্মচারীরা।

কোতয়ালি থানাকে স্মারকলিপি প্রদান করে মিথ্যা মামলায় অভিযুক্ত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমন পাঠক বলেন, তৃণমূল আগামী প্রজন্মকে কি বার্তা দিচ্ছে? দখলদারী রাজনীতিতে কী প্রশয় দিচ্ছে তৃণমূল! এক ছাত্র সংগঠন নোটিশ দিয়ে অন্য ছাত্র সংগঠনের দপ্তর দখল করতে আসছে সেই খবর পুলিশের কাছে সংবাদ মাধ্যমের কাছে থাকার পরেও পুলিশ দায়সারা ব্যবস্থা গ্রহণ করেছে।

 

Comments :0

Login to leave a comment