Awareness Rally

রক্তদানের সচেতনতার বার্তা দিয়ে মিছিল ঢাকিপাড়ায়

জেলা

Awareness Rally

উলুবেড়িয়ার বাসুদেবপুর ঢাকিপাড়ায় খেতমজুর পরিবারের ৬৩ জন সন্তানের হাতে পড়ার সামগ্রী তুলে দিল পিপল ফর ইণ্ডিয়া ফোরাম। শুক্রবার ঢাকিপাড়ায় মিছিলে পা মিলিয়ে রক্তদান করার প্রয়োজনীয়তার কথা জানালো খুদে পড়ুয়ারা। উলুবেড়িয়ার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের খেতমজুর গ্রাম ঢাকিপাড়ায় প্রথম রক্তদান শিবির হল পিপল ফর ইণ্ডিয়া ফোরামের উলুবেড়িয়া সাব ডিভিশন ইউনিটের উদ্যোগে। রক্তদান শিবিরের প্রারম্ভে মিছিল হয়। করোনার সময়কালে স্কুল বন্ধ থাকার সময়তে খেতমজদুর গ্রাম ঢাকিপাড়াতে বীমা কর্মীদের উদ্যোগে চলেছিল বিকল্প পাঠশালা 'চেতনা'। চেতনা-র পড়ুয়াদের বাবা-মায়েরাও এদিন রক্তদান করলেন।

রক্তদান করেন ৩৬ জন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: অরুণ জাশু, বীমা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ইস্টার্ন জোনের সভাপতি অমিতাভ ঘোষ, হাওড়া ডিভিশন বীমা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোপাল দাস, সভাপতি কেনারাম সোম, পিপল ফর ইন্ডিয়া ফোরাম-এর উলুবেড়িয়া ইউনিটের সম্পাদক মানস চক্রবর্তী প্রমুখ।
এদিন চেতনা বিকল্প পাঠশালার পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালন করা হয়।

Comments :0

Login to leave a comment