পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আটাল্যান্টাকে ২ - ০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ। দু’টি গোল করেন ভালভার্ডে ও এমবাপে। রিয়াল মাদ্রিদে এমবাপে যোগ দেওয়ার পর প্রথম ট্রফি জয়। সুপার কাপ জিতল রিয়াল।
মরশুমের প্রথম ট্রফিও পেল রিয়াল। জার্সি এবং শর্টস সাদা হওয়ায় স্পেনের এই দলকে অনেকে বলেন ‘লস ব্লাঙ্কোস’। এই নিয়ে মোট ৬ বার সুপার কাপ ঘরে তুলল রিয়াল। গোল পেলেন এমবাপে। প্রথম থেকে অবশ্য এমবাপে, ভিনি, বেলিংহামরা নিজেদের মধ্যে কম্বিনেশন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু কোনো কিছুই ঠিকমতো যেন ক্লিক করেছিল না । কয়েকটি ডায়াগোনাল রান করেও বলের নাগাল পাচ্ছিলেন না এমবাপে ।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটের মাথায় খুললো ইতালিয় দলটির ডিফেন্সার্ট লকগেট। ভিনিসিয়াসের সুন্দর পাস থেকে গোল করলেন ভালভের্ডে । এই গোলের পর নিজস্ব ছন্দে খেলতে দেখা গেলো রিয়াল মাদ্রিদকে । পরে আন্সেলোত্তি নামান মড্রিচ, ব্রাহিমদের। ম্যাচের ৬৮ মিনিটে বেলিংহাম এমবাপের যুগলবন্দিতে এল দ্বিতীয় গোল। বৃহস্পতিবার রাতে হয় এই ম্যাচ।
শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে স্প্যানিশ লিগ ‘লা লিগা’। রিয়ালের প্রথম ম্যাচ ১৯ আগস্ট। আওয়ে ম্যাচ খেলবে মালরকার বিরুদ্ধে ।
Comments :0