NEET SC

নিট’: এনটিএ-কে নোটিশ সুপ্রিম কোর্টের

জাতীয়

‘নিট’ দুর্নীতির তদন্তের দাবিতে মঙ্গলবার কলকাতায় মিছিল এসএফআই’র।

দেশজুড়েই দাবি উঠেছে তদন্তের। দাবি উঠেছে, সুপ্রিম কোর্টকেই নজরদারি করতে হবে তদন্ত। ডাক্তারির স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষা ঘিরে জবাবও চাইল সুপ্রিম কোর্ট। ‘নিট’ দুর্নীতির মামলায় এনটিএ-কে নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট।
নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কেন্দ্রের সরকারে আসীন  হওয়ার পর দেশে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হয় জাতীয় স্তরে। পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। জাতীয় স্তরে শিক্ষাক্ষেত্রে সব প্রবেশিকা পরীক্ষা নেওয়া এবং ফল বের করার দায়িত্বে এই সংস্থা। এবারের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ ঘিরে দেশজুড়ে বইছে অভিযোগের স্রোত। 
মঙ্গলবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিক্রম নাথ এবং আহসানুদ্দিন আমানুল্লা শুনানির সময় বলেছেন, ‘‘পরীক্ষার প্রক্রিয়ায় পবিত্রতার শর্ত লঙ্ঘিত হয়েছে।’’ বেঞ্চ বলেছে, ‘‘আমাদের জবাব প্রয়োজন।’’ 
তবে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য কাউনসেলিংয়ে স্থগিতাদেশ জারি করেনি বেঞ্চ। বিচারপতিরা বলেছেন, ‘‘আমরা কাউন্সেলিং বন্ধ করছি না।’’ বেঞ্চ সেই সঙ্গে বিবেচনায় রেখেছে যে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে অপর বেঞ্চ ‘নিট’ পরীক্ষা নিয়ে ৮ জুলাই শুনানির দিন ঠিক করেছে। 
অভিযোগ, প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীকে ‘গ্রেস’ নম্বর দেওয়া নিয়ে। তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেভাবে এই পদধতি ব্যবহার করা হয়েছে তা নিয়ে সরব ছাত্রছাত্রীরা। প্রশ্নপত্র দেওয়ার দিন কয়েকটি কেন্দ্রে গরমিলের অভিযোগ রয়েছে।

Comments :0

Login to leave a comment