‘‘বাংলায় তৃণমূল এবং বিজেপি দুই শক্তিকেই হারানোর প্রচার প্রকাশ্যে করেছিল বামফ্রন্ট এবং কংগ্রেস। দুই শক্তিকেই হারানোর জন্য লড়াই হয়েছে। বামপন্থীরা কোনও গোপন ষড়যন্ত্রে যুক্ত থাকে না।’’
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রসঙ্গে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। অধিকারীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ্য সম্পাদক মহম্ম সেলিমও।
সেলিম বলেছেন, ‘‘বিজেপি’র ভোটের কারণে তো মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআই(এম) এবং বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী পরাজিত হয়েছেন। আমরা কী বিজেপি-কে তার জন্য দায়ী করেছি?’’ মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী ছিলেন সেলিমই।
এদিন শুভেন্দু দাবি করেছেন যে ১২টি আসনে বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রার্থীদের কারণে হেরে গিয়েছে বিজেপি। বাম-কংগ্রেস প্রার্থীরা যা ভোট পেয়েছেন বিরোধী দল হিসেবে বিজেপি পেলে জয়ী হতো।
শুভেন্দুর যুক্তিকে সরাসরি আক্রমণ করেছেন সেলিম। তিনি বলেছেন, ‘‘একথা বলার অর্থ হলো কোনও দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বারণ করা। শুভেন্দু এসব বলছেন তাঁর প্রভু মমতা ব্যানার্জি (তৃণমূল নেত্রী) এবং আরএসএস’র সুরেই। এরাই এমন অগণতান্ত্রিক কথা বলে চলেছে লাগাতার। আসল বক্তব্য হলো কেবল এরাই থাকবে আর কেউ থাকবে না।’’
বিভিন্ন সময়ে মমতা ব্যানার্জিও বামফ্রন্ট এবং কংগ্রেসকে দায়ী করেছেন প্রতিদ্বন্দ্বিতা করা জন্য। বিজেপি’র সুবিধা করে দেওয়ার অভিযোগ তুলেছেন রাজনৈতিক কৌশলেই। এদিন শুভেন্দু অধিকারীও সেই সুরেই ব্যাখ্যা দিতে নেমেছেন।
Comments :0