SALMAN KHAN

এবার ওয়াই প্লাস নিরাপত্তা সলমন খানকে, সিদ্ধান্ত মুম্বাই পুলিশের

জাতীয়

SalmanKhanLawrenceBishnoiGang

বিষ্ণোই গ্যাং-এর হত্যার হুমকি। নিরাপত্তা বাড়ানো হল বলিউড তারকা সলমন খানের (Salman Khan)। এবার থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অভিনেতা। এছাড়াও তার বাসভবনের বাইরে চব্বিশ ঘন্টার জন্য থাকবে দুই প্রহরী। সলমন খানকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পরই মুম্বাই পুলিশের সুরক্ষা শাখা এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি জানা গেছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হিট লিস্টে রয়েছেন সলমন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এই গ্যাংয়ের সদস্যরা হত্যাকাণ্ড চালানোর জন্য অভিনেতার ফার্ম হাউজের রেইকিও করে আসে।

মুম্বাই পুলিশের সুরক্ষা শাখা এখন সালমান খানের নিরাপত্তা ওয়াই প্লাসে আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি যেখানেই যাবেন দু'জন সশস্ত্র প্রহরী সঙ্গে থাকবেন। তার বাসভবনেও দুইজন প্রহরী নিয়োগ করা হচ্ছে। কয়েক মাস আগেই, মুম্বাই পুলিশ বলিউড তারকাকে একটি ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দিতে সম্মত হয়।

Comments :0

Login to leave a comment