Science outreach

একদিনের সায়েন্স আউটরিচ বসিরহাটে

জেলা

গ্রামাঞ্চল এবং মফঃস্বলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করার পাশাপাশি বিজ্ঞানমনস্ক , যুক্তিবাদী মানবসম্পদ গড়ে তোলা এবং আগামীদিনে ভারতবর্ষ বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের দরবারে সুনাম অর্জনের লক্ষ্যে বৃহস্পতিবার একদিনের সায়েন্স আউটরিচ অনুষ্ঠিত হয় বসিরহাটের স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের অডিটোরিয়ামে। ব্যবস্থাপনায় সত্যেন্দ্রনাথ বোস ন্যাশানাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন পলিটেকনিক এবং স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাগন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আলোচনা করেন সত্যেন্দ্রনাথ বোস ন্যাশানাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের অধ্যাপক এবং গবেষকবৃন্দ, ড: মানিক বণিক, ড: রামকৃষ্ঞ দাস, ড: অরিজিৎ হালদার, ড: মীর আলিমুদ্দিন, আমন দাস, আরিফুল হক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের অধ্যাপক ড: রাজ্জাক গাজি। ছাত্র-ছাত্রীদের হাতেকলমে বিজ্ঞান বোঝার জন্য রাখা হয় চন্দ্রযান-৩, আর এফ আই ডি স্মার্ট ডোর লক, ফ্লোটিং সোলার উইন্ড টারবাইন, অটোমেটিক স্ট্রীট লাইট হাউজিং সোলার প্যানেল, সোলার স্টেডিয়াম, অটোমেটিক সোর্স অফ সোলার ওয়াটার পাম্পিং সিস্টেম ফর ভিলেজে, ব্লুটুথ কন্ট্রোলড আর সি-কার সহ বিভিন্ন বিজ্ঞানের মডেল এবং বিজ্ঞান প্রদর্শনী। সবচেয়ে আকর্ষনীয় বিষয় ছিল স্কাই ওয়াচ এবং হাতেকলমে কোয়ান্টাম ইরেজার পরীক্ষা। সকলে যাতে বাড়ীতে বসেও উপলব্ধি করতে পারে তার জন্য ছোট ছোট ভিডিওর মাধ্যমে লাইভ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি ইন্ডিয়া ইন্টারন্যাশানাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৩ অন্তর্ভুক্ত।

Comments :0

Login to leave a comment