SFI DYFI AIDWA

আম্বেদকারকে মনে রেখে সভায় শ্যাম বেনেগালের সিনেমাও

কলকাতা

রবিবার বিজয়গড়ে ছাত্র যুব মহিলাদের সভায় দেখানো হচ্ছে সিনেমা।

সদ্য প্রয়াত হয়েছেন বিশিষ্ট চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। তাঁর একাধিক সিনেমার মধ্য দিয়ে উঠে এসেছিল মানুষের জীবন দর্শনের কথা। নানা সামাজিক প্রেক্ষাপটে তৈরি তাঁর সিনেমাগুলি মানুষের মননকে স্পর্শ করতে পেরেছিল। বামফ্রন্ট সরকারের অন্যতম সফল প্রকল্প ‘অপারেশন বর্গা’ নিয়েও তিনি সিনেমা তৈরি করেছিলেন। প্রতিদিন দেশের সংবিধানের উপর আঘাত নেমে আসছে। আক্রান্ত হচ্ছে মানুষের মৌলিক অধিকার। বিজেপি সরকারের আমলে ডঃ বি আর আম্বেদকারের তৈরি দেশের সংবিধান আজ বিপন্ন। মানুষের গণতান্ত্রিক অধিকারও আজ প্রশ্নের মুখে। এই দুই ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে এবং তাঁদের বার্তাকে সঙ্গে করেই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যাদবপুর-১ আঞ্চলিক কমিটি, ভারতের ছাত্র ফেডারেশন ৯৬ নং ওয়ার্ড ইউনিট কমিটি ও মহিলা সমিতির উদ্যোগে ৯৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিজয়গড় পূর্বাচল ক্লাবের মোড়ে ‘ফিল্ম স্ক্রিনিং এবং আমাদের কথা’ নামে কর্মসূচি করা হয়। শ্যাম বেনেগালের 'বোস দা ফরগটেন হিরো' এই সিনেমাটি দেখানো হয়ে। এই কর্মসূচিতে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সৈনিক শূর এবং মান্ডবী ভট্টাচার্য। এছাড়াও বক্তব্য রাখেন এসএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদক দীধিতি রায়। উপস্থিত ছিলেন আঞ্চলিক নেতৃত্বরাও।

 

Comments :0

Login to leave a comment