Woman Death

বিড়াল কামড়ে অসুস্থ মহিলার মৃত্যু

জেলা

Woman Death


প্রতিষেধক না নেওয়ার ফলে বিড়াল কামড়ানোর দুমাস পরে মৃত্যু হলো একজন মহিলার। তাঁর নাম মিঠু বসাক বয়স ( ৪৬ )। তিনি খড়দহ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে মধুর মাঠ দত্ত বাগান অঞ্চলের এক বাসিন্দা। বেলেঘাটা আইডি হাসপাতালের নির্দেশিকা অনুযায়ী তাঁর সংস্পর্শে আসা সকলকেই সাবধানতার জন্য ভ্যাকসিন নিতে হয়। খড়দহের বলোরাম স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়ে আসেন প্রায় শতাধিক প্রতিবেশী।

জানা গেছে, পশুপ্রেমী ওই মহিলা আশেপাশের বাড়িতে থাকা একটি বিড়ালকে সেবা সুশ্রষা করতে গেলে তাঁর হাতে বিড়ালটি কামড় দেয় গত মে মাসে। জুলাই মাসের ১ তারিখে তাঁর শরীর খারাপ লাগায় খড়দহ বলরাম স্টেট জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে কামারহাটি সাগর দত্ত মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসার পরে সোমবার ফের তিনি অসুস্থ হয়ে পড়লে বলরাম হাসপাতাল থেকে মঙ্গলবার বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বুধবার  সকালে তাঁর মৃত্যু হয় মৃত্যু হয়।

 

Comments :0

Login to leave a comment