অভীক ঘোষ
বাবা মা স্কুলে পাঠিয়েছিলেন ছেলেকে, অভিভাবকদের না জানিয়ে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হল ছাত্রদের। জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা।
প্রতিদিনের মত বুধবারও স্কুলে এসেছিলো ছাত্ররা। কিন্তু ক্লাস না করিয়ে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার অভিযোগ অভিভাবকদের। এতেই ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। সিঙ্গুর ইন্দ্রখালীর মাঠে ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা। মুখ্যমন্ত্রীর সভার সামনের সারিতে এদিন বসে থাকতে দেখা যায় একাধিক স্কুলের ছাত্র ছাত্রীদের। তাদের হাতে ছিল নানান সরকারি প্রকল্পের প্ল্যাকার্ড। অন্যান্য স্কুলের মত হুগলির নালিকুলের দেশবন্ধু বাণী মন্দিরের ছাত্রদেরও নিয়ে যাওয়া হয়েছিল মমতার সভায়।
স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে যাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর সভায় তেমন বেশকিছু ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে ছাত্র দের বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী সভায় গেছিল বলে বিরিয়ানির প্যাকেট ও পেয়েছে তারা।
অভিভাবকদের অভিযোগ, স্কুলের তরফে এ বিষয়ে কিছুই জানানো হয়নি তাঁদের। বিকেল হয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন অভিভাবকরা। স্কুলে এসে জানতে পারেন তাদের ছেলেদের নিয়ে যাওয়া হয়েছে সভায়। এতেই ক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা।
বেশ কিছু অভিভাবককে দেখতে পাওয়া যায় প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে। পরিস্থিতি হাতের নাগালে বেরিয়ে যেতে থাকলে পরে পুলিশ এসে পরিস্থিতি সামলায়।
এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য অর্ণব দাস বলেন, বাণী মন্দিরের ভিডিও রয়েছে সেখানে দেখা যাচ্ছে স্কুলের শিক্ষক স্কুল চলাকালীন ছাত্রদের নিয়ে গিয়েছিলেন। যা আইনত অপরাধ। স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Comments :0