Sujan Chakrabarty

‘নিজেকে বড় প্রমাণ করতে রাজ্যকে ছোট করছেন’, লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তব্যে খেদ চক্রবর্তীর

রাজ্য

ছবি সংগ্রহ থেকে।

লন্ডন সফরে মুখ্যমন্ত্রী রাজ্য সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন। নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে রাজ্যকে ছোট করছেন। লন্ডনে রাজ্যের দারিদ্রসীমা সংক্রান্ত মুখ্যমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে বুধবার একথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 
লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন ২০১১-তে রাজ্যে দারিদ্রসীমার নিচে ছিল জনসংখ্যার ৫৭ শতাংশ। চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী কোথা থেকে পেয়েছেন এসব তথ্য? 
তিনি বলেন, পশ্চিমবঙ্গে ‘৭৭ সালে দারিদ্রসীমার নিচে ছিল জনসংখ্যার ৬৪ শতাংশ। জাতীয় গড় তখন ৫৬ শতাংশ। জাতীয় গড়ের চেয়ে খারাপ অবস্থা তখন। বামফ্রন্ট সে সময়ে সরকারে আসীন হয়। ২০১১-তে দারিদ্রসীমার নিচে থাকা অংশ নেমে আসে ২০ শতাংশে। 
চক্রবর্তী বলেন, নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে রাজ্যটাকে ছোট করবেন না।
বলছেন, ব্রিটিশদের প্রতি আমাদের আবেগ এবং ঐতিহ্য আছে। ব্রিটিশদের শাসনে ১৯০ বছরের পরাধীনতা এবং তাদের লুটে আবেগতাড়িত হয় কেবল আরএসএস এবং তার অনুগামীরা। 
চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গ বরাবর বঞ্চনার শিকার। বামফ্রন্ট সরকারের সময়ে যখন তথ্য দিয়ে দেখানো হতো মমতা ব্যানার্জি মানতেন না। তার মধ্যেও বামফ্রন্ট সরকার রাজ্যকে গড়ার চেষ্টা করেছে। গত ১২-১৩ বছরে রাজ্যকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার দায় তৃণমূলকে নিতে হবে। 
দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে চক্রবর্তী বলেন যে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। বিচারক বেআইনি কাজ করলে বিচারব্যবস্থার মর্যাদা থাকে না। বিচারব্যবস্থার শীর্ষ স্তর থেকে ব্যবস্থা নেওয়া উচিত যাতে মানুষ রাখতে পারেন।

Comments :0

Login to leave a comment