TMC Attack

সবং-এ আক্রান্ত সিপিআই(এম)'র দুই প্রার্থী

জেলা পঞ্চায়েত ২০২৩

TMC Attack

ভোট প্রচারে গিয়ে আক্রান্ত সিপিআই(এম)'র দুই প্রার্থী। বুথে সভা চলাকালীন হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। চেয়ার টেবিল সাইকেলও লুঠ করে নিয়ে যায়। গ্রাম দখলের জন্য
রবিবার দাঁতন ২ নম্বর ব্লকের সাবড়া এবং চন্দ্রকোনা থামার কৃষ্টপুরে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ বোম বন্দুক নিয়ে আক্রমণ চালায়। পুলিশ
প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে। আধুনিক আগ্নেঅস্ত্র সহ পেট্রল বোমা ছুঁড়তে থাকে। শুধু সিপিআই(এম)'র দুই প্রার্থী নয় আক্রান্ত হয়েছেন কর্মী সমর্থক। রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বলপাই অঞ্চলের সালীআরা বুথ এলাকায়। আহতদের সবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এদিন পঞ্চায়েতের মহিলা প্রার্থী কল্যাণী মাকড় ধল ও জবা মহিশাল ঘোড়াই সিপিআই(এম) কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারে গিয়েছিলেন। সেই সময় তৃণমূল নেতৃত্ব মানস মিশ্র ও গৌর বেরার নেতৃত্বে লাঠি সোটা নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিআই(এম) কর্মী ও প্রার্থীদের উপর হামলা চালায়। এই ঘটনায় আহত হন পঞ্চায়েত সমিতির প্রার্থী যুগল কিশোর মাইতি ও পঞ্চায়েত প্রার্থী কল্যাণী মাকড় ধল।  সম্পূর্ণ ঘটনা সবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভিডিও ফুটেজ সহ নির্বাচন কমিশন ও জেলা প্রসাশনের কাছে অভিযোগ দায়ের  করা হয়েছ বলে জানিয়েছেন সিপিআই(এম) নেতা চন্দন গুচ্ছাইৎ।

Comments :0

Login to leave a comment