TMC MP Shatabdi Roy

বীরভূমে বিক্ষোভের মুখে শতাব্দী রায়

রাজ্য পঞ্চায়েত ২০২৩

TMC MP Shatabdi Roy


ফের বিক্ষোভের মুখে বীরভূমের সাংসদ শতাব্দী রায়। সোমবার বীরভূমের মহম্মদ বাজার ব্লকের দীঘল গ্রাম ও সেকেড্ডা গ্রামে রাস্তা, ড্রেন ও ব্রিজের দাবিতে শতাব্দী রায় গাড়ির সামনে বিক্ষোভ দেখায় এলাকায় মানুষ। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন গ্রামের রাস্তার রাস্তার বেহাল অবস্থা। সংস্কার হয় না গ্রামের নর্দমা। নর্দমার জল বাড়ির মধ্যে ঢুকে পড়ে বর্ষার সময়। পঞ্চায়েত প্রধানকে বহুবার জানানো হয়েছে কিন্তু কাজ হয়নি। গ্রামবাসীদের আরো দাবি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে দ্বারকা নদীর ব্রিজ। গ্রামের মানুষের ভরসা এই ব্রিজটি। গ্রামবাসীদের দাবি প্রশাসন, ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে এই বিষয়গুলি  জানানো হয়েছে। সবাই শুধুই আশ্বাসই দিয়েছেন। কাজের কাজ কিছুই হয়নি।

 

এদিন  শতাব্দী রায়ের গাড়ি আটকে গ্রামবাসীরা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘আমরা আপনাকেই ভোট দিয়েছি। বিনিময়ে আপনি আমাদের জন্য কি করেছেন’’। গ্রামবাসীদের প্রশ্নের সদুত্তর দিতে পারেনি শতাব্দী রায়। গ্রামের মানুষ ক্ষোভের সঙ্গে বলেন, ভোটের আগে বারবার এসেছে ভোট চাইতে। ভোটে জিতে একবারও আসেনি গ্রামে। গ্রামের মানুষের জন্য কি করেছেন বীরভূমের সাংসদ সেই প্রশ্নের উত্তর দিতে পারেন নি। ক্ষোভ বাড়ছে মানুষের। বীরভূমের সাংসদ শতাব্দী রায় এলাকায় ঢুকলে তৃণমূলকে ভোট দেওয়া হবে না। সাংসদ আমাদের জন্য কোন কাজ করেননি তাই আমরাও তাঁকে ভোট দেবনা এমনটাই জানালেন গ্রামের মানুষ।


 

Comments :0

Login to leave a comment