অত্যন্ত গোপন প্রতিরক্ষা তথ্য অবাধে চালাচালি করেছেন একুশ বছরের এক শিক্ষানবিশ। জ্যাক টেক্সেইরার গ্রেপ্তারির পর বেরচ্ছে এমনই বাস্তব। যার জেরে অস্বস্তি বেড়েছে জো বিডেন প্রশাসনের।
ম্যাসাচুসেটস থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গ্রেপ্তার করেছে টেক্সেইরাকে। সমর দপ্তর পেন্টাগনের নজরদারিতে তথ্য ব্যবস্থায় একেবারে প্রাথমিক স্তরে কর্মরত ছিল এই যুবক। পেন্টাগনের নথি অনুযায়ী টেক্সিয়ারা ‘সাইবার ট্রান্সপোর্ট সিস্টেম’-এ যুক্ত কর্মী।
মার্কিন প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী এই টেক্সিয়ারাই দেশের সুরক্ষার অতি সংবেদনশীল তথ্য চালাচালি করেছে অবাধে। ‘খানিকটা করোনা মহামারীর সময়ে, নিঃসঙ্গতা কাটাতে মজার ছলে বন্ধুদের মধ্যে ছড়িয়েছে নথি।’
অ্যাটর্নি জেনারেল মেরিক গ্যারল্যান্ড বলেছেন, ‘‘অনুমতি ছাড়া বিভিন্ন তথ্য সরানো, নিজের এক্তিয়ারে রাখা এবং চালাচালি করার অভিযোগ দায়ের করা হয়েছে ধৃত টেক্সিয়ারার বিরুদ্ধে। জাতীয় প্রতিরক্ষার গোপন তথ্য রয়েছে এর মধ্যে।’’
পেন্টাগনের যে বিভাগে কাজ করতেন টেক্সেইরা, সেই ‘এয়ার ন্যাশানাল গার্ড’, তথ্য পরিচালন ব্যবস্থায় কারিগরি সহায়তা করে। কিন্তু তা বলে একজন প্রথম স্তরের কর্মীর হাতেই চলে গিয়েছিল অতি গোপন তথ্য?
প্রতিক্রিয়ার জেরে পরিস্থিতির আগাপাশতলা মূল্যায়নের সিদ্ধান্ত জানাতে হয়েচে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে। তিনি বলেছেন, ‘‘তথ্য সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিক কী অবস্থায় রয়েছে, যাচাই করে দেখতে হবে। তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে!’’
Comments :0