বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’ গত ১০০ বছরের সেরা চলচ্চিত্রের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকাটিতে ১৯২০ সাল থেকে ২০১০-এর দশক পর্যন্ত সিনেমার বিবর্তনের মাধ্যমে সেরা চলচ্চিত্রগুলোকে জায়গা দেওয়া হয়েছে। ১৯২০ সালের ‘দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগারি’ দিয়ে শুরু হওয়া তালিকাটি শেষ হয়েছে ২০১৯ সালের ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ দিয়ে। তালিকায় শুধু একটি ভারতীয় সিনেমা জায়গা করে নেয়।
বিশ্ব চলচ্চিত্রে শতাব্দী-সেরার তালিকায় জায়গা পেল সত্যজিৎ রায়ের পথের পাঁচালি। ভারতে নির্মিত একমাত্র এই চলচ্চিত্রটিই রয়েছে ওই তালিকায়। আমেরিকার নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সংবাদ বিষয়ক সাময়িকপত্র বা ম্যাগাজিন টাইম এই তালিকা তৈরি করেছে। ১৯২০’র দশক থেকে ২০১০’র দশক, এই দশ দশক বা একশো বছরে বিশ্বের বিভিন্ন দেশে যত চলচ্চিত্র তৈরি হয়েছে, সেই বিশাল ভাণ্ডার থেকে সর্বকালের শ্রেষ্ঠ একশোটি চলচ্চিত্রকে বেছে নিয়েছে টাইম। মূল দায়িত্বে ছিলেন ম্যাগাজিনের চলচ্চিত্র সমালোচক স্টেফানি যাচারেক। তিনি এই তালিকায় সাল অনুসারে চলচ্চিত্রগুলির নাম উল্লেখ করেছেন, তাদের গুণগত মানের বিচার করতে যাননি বা সেগুলিকে মানের নিরিখে সাজাননি।
তালিকার শুরুতেই রয়েছে ১৯২০ সালে মুক্তিপ্রাপ্ত দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগরি। তালিকার শেষে রয়েছে ২০১৯ সালে নির্মিত ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড। এই দুই চলচ্চিত্রের মধ্যে সময়ের সরণী বেয়ে তালিকা যখন ১৯৫০-এর দশকে প্রবেশ করেছে, তখন সেখানে জায়গা করে নিয়েছে ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র পথের পাঁচালি। বাংলা ভাষার প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে এই কালজয়ী চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়। এই পথের পাঁচালি-ই ভারতীয় চলচ্চিত্রকে বিশ্ব চলচ্চিত্রের অঙ্গনে প্রতিষ্ঠা দিয়েছিল। ভারতে সমান্তরাল চলচ্চিত্র বলে চলচ্চিত্রের যে ধারা আজও বহমান, সেই সাংস্কৃতিক আন্দোলনে ভিত্তি স্থাপনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিল পথের পাঁচালি। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিক্স পথের পাঁচালিকে সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্র বলে অভিহিত করেছে। টাইম ম্যাগাজিনও এর আগে ২০০৫ সালে বিশ্বের একশোটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের যে তালিকা তৈরি করেছিল, তাতে একমাত্র ভারতীয় চলচ্চিত্র ছিল পথের পাঁচালি।
টাইম ম্যাগাজিনের স্টেফানি যাচারেক জানিয়েছেন, ৫০ বছরের বেশি সময় ধরে তিনি একের পর এক চলচ্চিত্র দেখে গিয়েছেন এমন একটি তালিকা তৈরি করার লক্ষ্যে। যে একশোটি চলচ্চিত্রকে তিনি বেছে নিয়েছেন, সেগুলি তাঁকে সবথেকে বেশি গভীরভাবে স্পর্শ করেছে। প্রসঙ্গত, তালিকায় রয়েছে বাইসাইকেল থিভস, ব্রেথলেস, গন উইথ দ্য উইন্ড, সেভেন সামুরাই, ট্যাক্সি ড্রাইভার, ইটি, দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক-এর মতো চলচ্চিত্রগুলিও।
Best Films of The Past 100 Years
১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা পেল পথের পাঁচালি
×
Comments :0