Mahesh Kumar

লোকলহর-র সাংবাদিকের মৃত্যুতে শোক ডিইউজে-র

জাতীয়

‘লোকলহর’ পত্রিকার সাংবাদিক মহেশ কুমারের মৃত্যুতে গভীর শোক জানালো দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্টস (ডিইউজে) এবং ন্যাশনাল অ্যালায়েন্স অব জার্নালিস্টস। 
সোমবার প্রয়াত হন মহেশ কুমার। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক আন্দোলনেও জড়িত থেকেছেন তিনি। 
মাত্র ৫৬ বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি।
শোক বিবৃতি দিয়েছেন দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্টস-র পক্ষে সুজাতা মাধোক, এমএম জিগিশ এবং ন্যঅশনাল অ্যালায়েন্স অব জার্নালিস্ট-র পক্ষে এসকে পাণ্ডে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন